ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৩:০২

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার জেরুজালেম ও তেল আবিবে বিমান হামলার সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলের একাধিক এলাকায় সাইরেন বেজে ওঠার পরে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করা হয়।

তেল আবিবের অভিযোগ, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হামলা চালিয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথিরা।

মে মাসের শুরুতে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর এলাকায় আঘাত হানে। এতে প্রধান টার্মিনালের কাছাকাছি একটি বিশাল গর্ত সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন আহত হন। 

জবাবে ইয়েমেনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত রাজধানী সানা এবং আশপাশের তিনটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরাইল ।

এর আগে বুধবার, ইসরায়েলের সেনাবাহিনী ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত বন্দরগুলো থেকে দূরে থাকতে স্থানীয়দের সতর্ক করে, যা সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে পাল্টা হামলার সম্ভাব্য ইঙ্গিত দেয়।

গত রোববারও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল, তবে তারপর থেকে কোনো হামলার খবর পাওয়া যায়নি।

সম্প্রতি হুথিদের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার হুমকির জবাবে যুক্তরাষ্ট্র বোমা হামলা জোরদার করেছিল। তবে গত সপ্তাহে বিদ্রোহীদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় মার্কিন সরকার। যার ফলে ইয়েমেনে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র মার্কিন হামলার অবসান ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
কাল একই দিনে পুনরায় শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল
জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করতে হবে: ডা. শফিকুর রহমান
পটুয়াখালীতে কৃষকদের মধ্যে গোলপাতা বীজ বিতরণ
ইসলামাবাদে যুক্তরাজ্য ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
রাজধানীর ১৯টি কোরবানির পশুর হাটে থাকছে সর্বোচ্চ নিরাপত্তা
কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
অর্থনীতির ধীরগতির কারণে আবারও মূল সুদহার কমালো মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক
কোরবানি ঈদে প্রত্যেক হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
১০