শাদের সাবেক প্রধানমন্ত্রীকে 'অপহরণের' অভিযোগ বিরোধী দলের

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৫:৩৮

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : শাদের সাবেক প্রধানমন্ত্রী সুসেস মাসরাকে শুক্রবার ভোরে রাজধানী এনজামেনায় তার বাসভবন থেকে জোরপূর্বক ধরে নিয়ে গেছে সেনাবাহিনী—এমন অভিযোগ করেছে তার দল লে ট্রান্সফরমাতরস (দ্য ট্রান্সফর্মারস)।

এনজামেনা থেকে এএফপি জানায়, দলের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, 'সকাল ৫টা ৫৬ মিনিটে সামরিক বাহিনী সুসেস মাসরাকে অপহরণ করেছে।'

পোস্টটির সঙ্গে একটি ভিডিও সংযুক্ত ছিল, যাতে মাসরাকে সশস্ত্র পোশাকধারী একদল সেনার মাঝে তার বাসভবন থেকে বের হয়ে যেতে দেখা যায়। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সুসেস মাসরা ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত চাদের প্রধানমন্ত্রী ছিলেন। সে বছরের মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মাহামাত ইদ্রিস ডেবির মুখোমুখি হন। নির্বাচনে ডেবি পান ৬১.৩ শতাংশ ভোট এবং মাসরা পান ১৮.৫ শতাংশ। তবে মাসরা ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী দাবি করেন।

সুসেস মাসরা প্রেসিডেন্ট ডেবির অন্যতম কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

২০২১ সালে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাদের দীর্ঘদিনের শাসক ইদ্রিস ডেবি ইটনো নিহত হলে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তার ছেলে মাহামাত ইদ্রিস ডেবিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

ডেবি প্রথমে ১৮ মাসের মধ্যে গণতান্ত্রিক রূপান্তরের প্রতিশ্রুতি দিলেও পরে সেই সময়সীমা আরও দুই বছর বাড়ান। এরপর বিরোধী নেতাদের কেউ কেউ দেশ ছেড়েছেন, কেউ চুপ হয়ে গেছেন কিংবা কেউ শাসকগোষ্ঠীর সঙ্গে সমঝোতায় গেছেন।

২০২৩ সালের ডিসেম্বরে আয়োজিত গণভোটে একটি নতুন সংবিধান অনুমোদন পায়। এরপর ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ৪০ বছর বয়সী মাহামাত ডেবি প্রেসিডেন্ট নির্বাচিত হন। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচনটিকে অবিশ্বস্ত বলে মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০