শাদের সাবেক প্রধানমন্ত্রীকে 'অপহরণের' অভিযোগ বিরোধী দলের

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৫:৩৮

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : শাদের সাবেক প্রধানমন্ত্রী সুসেস মাসরাকে শুক্রবার ভোরে রাজধানী এনজামেনায় তার বাসভবন থেকে জোরপূর্বক ধরে নিয়ে গেছে সেনাবাহিনী—এমন অভিযোগ করেছে তার দল লে ট্রান্সফরমাতরস (দ্য ট্রান্সফর্মারস)।

এনজামেনা থেকে এএফপি জানায়, দলের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, 'সকাল ৫টা ৫৬ মিনিটে সামরিক বাহিনী সুসেস মাসরাকে অপহরণ করেছে।'

পোস্টটির সঙ্গে একটি ভিডিও সংযুক্ত ছিল, যাতে মাসরাকে সশস্ত্র পোশাকধারী একদল সেনার মাঝে তার বাসভবন থেকে বের হয়ে যেতে দেখা যায়। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সুসেস মাসরা ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত চাদের প্রধানমন্ত্রী ছিলেন। সে বছরের মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মাহামাত ইদ্রিস ডেবির মুখোমুখি হন। নির্বাচনে ডেবি পান ৬১.৩ শতাংশ ভোট এবং মাসরা পান ১৮.৫ শতাংশ। তবে মাসরা ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী দাবি করেন।

সুসেস মাসরা প্রেসিডেন্ট ডেবির অন্যতম কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

২০২১ সালে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাদের দীর্ঘদিনের শাসক ইদ্রিস ডেবি ইটনো নিহত হলে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তার ছেলে মাহামাত ইদ্রিস ডেবিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

ডেবি প্রথমে ১৮ মাসের মধ্যে গণতান্ত্রিক রূপান্তরের প্রতিশ্রুতি দিলেও পরে সেই সময়সীমা আরও দুই বছর বাড়ান। এরপর বিরোধী নেতাদের কেউ কেউ দেশ ছেড়েছেন, কেউ চুপ হয়ে গেছেন কিংবা কেউ শাসকগোষ্ঠীর সঙ্গে সমঝোতায় গেছেন।

২০২৩ সালের ডিসেম্বরে আয়োজিত গণভোটে একটি নতুন সংবিধান অনুমোদন পায়। এরপর ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ৪০ বছর বয়সী মাহামাত ডেবি প্রেসিডেন্ট নির্বাচিত হন। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচনটিকে অবিশ্বস্ত বলে মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০