শাদের সাবেক প্রধানমন্ত্রীকে 'অপহরণের' অভিযোগ বিরোধী দলের

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৫:৩৮

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : শাদের সাবেক প্রধানমন্ত্রী সুসেস মাসরাকে শুক্রবার ভোরে রাজধানী এনজামেনায় তার বাসভবন থেকে জোরপূর্বক ধরে নিয়ে গেছে সেনাবাহিনী—এমন অভিযোগ করেছে তার দল লে ট্রান্সফরমাতরস (দ্য ট্রান্সফর্মারস)।

এনজামেনা থেকে এএফপি জানায়, দলের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, 'সকাল ৫টা ৫৬ মিনিটে সামরিক বাহিনী সুসেস মাসরাকে অপহরণ করেছে।'

পোস্টটির সঙ্গে একটি ভিডিও সংযুক্ত ছিল, যাতে মাসরাকে সশস্ত্র পোশাকধারী একদল সেনার মাঝে তার বাসভবন থেকে বের হয়ে যেতে দেখা যায়। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সুসেস মাসরা ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত চাদের প্রধানমন্ত্রী ছিলেন। সে বছরের মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মাহামাত ইদ্রিস ডেবির মুখোমুখি হন। নির্বাচনে ডেবি পান ৬১.৩ শতাংশ ভোট এবং মাসরা পান ১৮.৫ শতাংশ। তবে মাসরা ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী দাবি করেন।

সুসেস মাসরা প্রেসিডেন্ট ডেবির অন্যতম কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

২০২১ সালে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাদের দীর্ঘদিনের শাসক ইদ্রিস ডেবি ইটনো নিহত হলে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তার ছেলে মাহামাত ইদ্রিস ডেবিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

ডেবি প্রথমে ১৮ মাসের মধ্যে গণতান্ত্রিক রূপান্তরের প্রতিশ্রুতি দিলেও পরে সেই সময়সীমা আরও দুই বছর বাড়ান। এরপর বিরোধী নেতাদের কেউ কেউ দেশ ছেড়েছেন, কেউ চুপ হয়ে গেছেন কিংবা কেউ শাসকগোষ্ঠীর সঙ্গে সমঝোতায় গেছেন।

২০২৩ সালের ডিসেম্বরে আয়োজিত গণভোটে একটি নতুন সংবিধান অনুমোদন পায়। এরপর ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ৪০ বছর বয়সী মাহামাত ডেবি প্রেসিডেন্ট নির্বাচিত হন। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচনটিকে অবিশ্বস্ত বলে মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
কক্সবাজারে নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের ভাষণের পর মাদাগাস্কারে কয়েকশ’ মানুষের উল্লাস 
জাতীয় চ্যাম্পিয়নশীপের মূলপর্বে খুলনা
বাংলাদেশ জলবায়ু ঋণের ফাঁদে আটকা পড়ছে : মাথাপিছু ঋণ ৮০ ডলার
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
১০