যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্সে ১০ কয়েদির পালায়ন : চলছে তল্লাশি অভিযান

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:১৫

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পর্যটন শহর নিউ অরলিন্সে একটি কারাগার থেকে একসঙ্গে ১০ কয়েদি পালিয়ে গেছে। তারা টয়লেটের পেছনের দেয়াল ভেঙে রাতের আঁধারে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। তবে কয়েদিরা পালিয়ে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

তল্লাশি অভিযানে নামা পুলিশের ভাষ্য, পলাতকরা সবাই ‘সশস্ত্র ও বিপজ্জনক’ বলে বিবেচিত। তাদের মধ্যে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তিনি পর্যটন এলাকায় একটি গাড়ির নিচে লুকিয়ে ছিলেন।

পুলিশ জানায়, রাত ১২টার কিছু পর (গ্রিনিচ সময় ০৫:০০টা) কয়েদিরা প্রথমে টয়লেটের পেছনের দেয়াল ভেঙে বেরিয়ে পড়ে। এরপর জেলের ভেতর দিয়ে ঘুরে ঘুরে তারা একটি সুরক্ষিত দেয়াল টপকে বাইরে চলে যায়।

তাদের অনুপস্থিতি ধরা পড়ে সকালে ৮টা ৩০ মিনিটে গোনাগুনিতে।

প্রথমে কর্তৃপক্ষ জানায় ১১ জন পালিয়েছে, পরে সংশোধন করে জানায় প্রকৃত সংখ্যা ১০।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পলাতকদের কয়েকজন হত্যা মামলার আসামি।

একটি কারাগার কক্ষের অভ্যন্তরের একটি ছবি সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যায়, একটি আয়তাকার গর্ত দিয়ে তারা পালিয়েছে। গর্তের ওপরের দেয়ালে অশ্লীল শব্দের পাশাপাশি লেখা রয়েছে: 'আমরা নিরপরাধ, আমরা ভাগলাম, খুব সহজে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০