সাবেক এফবিআই প্রধান কোমি ‘নোংরা পুলিশ’ : বললেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:৩৩

ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে ‘একজন নোংরা পুলিশ’ বলে আখ্যা দিয়েছেন। সম্প্রতি কোমির একটি ‘হুমকি সুলভ’ মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই অভিযোগ তোলেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প শুক্রবার নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে এক পোস্টে লেখেন, 'কোমি একজন নোংরা পুলিশ, দেশদ্রোহী এবং আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত গোয়েন্দা কর্মকর্তা।'

তিনি দাবি করেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় কোমি এবং তার ঘনিষ্ঠ মহল তার প্রচার-অভিযানে নজরদারি চালিয়েছিল, যা ট্রাম্পের ভাষায় ছিল 'বেআইনি ষড়যন্ত্র'।

সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'যদি প্রেসিডেন্ট ট্রাম্প বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা হুমকির মুখে ফেলেন, তবে আমেরিকান জনগণ তা মেনে নেবে না।' এই বক্তব্যকে ট্রাম্প ‘পরোক্ষ হুমকি’ বলে উল্লেখ করেছেন।

ফেডারেল তদন্তের পুরোনো ক্ষোভ

উল্লেখ্য, ট্রাম্প ২০১৭ সালে কোমিকে এফবিআই পরিচালক পদ থেকে বরখাস্ত করেন। এরপর থেকেই রুশ হস্তক্ষেপ ও ট্রাম্প শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে একটি বিশেষ তদন্ত শুরু হয়, যা ট্রাম্প বারবার ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘উপনির্বাচনী ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন।

তিনি এদিন আরও বলেন, 'কোমির মতো ব্যক্তিরা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমাদের দেশের জন্য এটি লজ্জার বিষয়।'

কোমির পক্ষ থেকে ট্রাম্পের অভিযোগের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
১০