যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আলঝেইমার শনাক্তে রক্ত পরীক্ষা অনুমোদন

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:৩৪

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র সরকার প্রথমবারের মতো আলঝেইমার রোগ শনাক্তে একটি রক্ত পরীক্ষার অনুমোদন দিয়েছে। শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় প্রক্রিয়া আরও সহজ হবে এবং রোগীরা চিকিৎসা শুরুর জন্য সময় পাবেন, যা তাদের রোগের গতি শ্লথ করতে সহায়তা করতে পারে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ফুজিরিবিও ডায়াগনস্টিকস নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এই টেস্টে রক্তে থাকা দুটি নির্দিষ্ট প্রোটিনের অনুপাত পরিমাপ করা হয়। এই অনুপাত থেকে মস্তিষ্কে অ্যামিলয়েড প্লাকের উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়—যা আলঝেইমার রোগের অন্যতম লক্ষণ। এতদিন এই প্লাক শনাক্ত করতে মস্তিষ্ক স্ক্যান বা স্পাইনাল ফ্লুইড বিশ্লেষণ প্রয়োজন হতো।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কমিশনার মার্টি মাকারি বলেন, 'আলঝেইমার এমন একটি রোগ যা স্তন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের চেয়েও বেশি মানুষকে প্রভাবিত করে। ৬৫ বছর বয়সী ও তদূর্ধ্বদের মধ্যে ১০ শতাংশ এই রোগে আক্রান্ত। অনুমান করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হবে।'

বর্তমানে যুক্তরাষ্ট্রে আলঝেইমারের জন্য দুটি চিকিৎসা অনুমোদিত আছে—লেকানেমাব ও ডোনানেমাব। এই ওষুধ দুটি মস্তিষ্কে অ্যামিলয়েড প্লাক লক্ষ্য করে কাজ করে এবং সামান্য হলেও স্মৃতিভ্রংশের গতি কমাতে সহায়তা করে। যদিও এগুলো রোগ নিরাময় করে না, তবুও চিকিৎসকরা বলছেন, এগুলো রোগীদের কিছুটা সময়ের জন্য স্বাধীনভাবে জীবনযাপন করতে সহায়তা করে, বিশেষ করে যদি তা শুরুতেই প্রয়োগ করা যায়।

রক্ত পরীক্ষাটির ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে, এর ফলাফল পিইটি স্ক্যান ও স্পাইনাল ফ্লুইড পরীক্ষার সঙ্গে মিল রেখেছে।

এফডিএর সেন্টার ফর ডিভাইসেস অ্যান্ড রেডিওলজিক্যাল হেলথের মিশেল তারভার বলেন, 'আলঝেইমার নির্ণয়ের ক্ষেত্রে আজকের অনুমোদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি রোগ নির্ণয়কে সহজ ও আরও সহজলভ্য করে তুলবে।'

এই টেস্ট কেবল চিকিৎসাকেন্দ্রে ব্যবহারযোগ্য এবং রোগীর স্মৃতিভ্রংশের লক্ষণ দেখা দিলে তা প্রয়োগ করা যাবে। তবে রক্ত পরীক্ষার ফলাফল অন্যান্য চিকিৎসাগত তথ্যের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করতে হবে।

আলঝেইমার হলো ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রূপ। এটি ধীরে ধীরে রোগীর স্মৃতি ও স্বাধীনতা কেড়ে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
ট্রেন ধর্মঘটে নিউ ইয়র্কে জন দুর্ভোগ
নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার
স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড
ঝিনাইদহে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ৬৩ হাজার পশু
দেশের জন্য স্বর্ণ জয়ের স্বপ্ন সাদিয়ার
ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
১০