গাজা ‘গণহত্যা’ নিয়ে প্রতিবাদ চিঠিতে হলিউড তারকাদের সই

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:৩৫

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : হলিউডের খ্যাতনামা তারকারা, যেমন হোয়াকিন ফিনিক্স, পেদ্রো পাস্কাল, রিজ আহমেদ এবং গুইলিয়েরমো দেল তোরো, গাজায় চলমান সংঘর্ষকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে চলচ্চিত্র শিল্পের নীরব নিন্দা জানিয়ে একটি চিঠিতে সই করেছেন। ক্যানস চলচ্চিত্র উৎসবের আয়োজকরা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফ্রান্সের ক্যানস থেকে এএফপি এই খবর জানায়।

এই পিটিশনে ৩৭০ জনেরও বেশি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সই করেছেন। তারা ইসরাইলের হাতে নিহত ফাতিমা হাসুনার হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। ফাতিমা হাসুনা ছিলেন গাজার একজন তরুণ ফটোসাংবাদিক, যিনি ‘পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ নামক ডকুমেন্টারির মুখ্য চরিত্র। এই ডকুমেন্টারিটি ক্যানস চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার প্রদর্শিত হয়।

চিঠির সংগঠকরা জানান, ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশও এই চিঠিতে সই করেছেন। তিনি ছিলেন ক্যানসের চলচ্চিত্র উৎসবের বিচারক মণ্ডলীর সভাপতি। এছাড়া রুনি মেরা, মার্কিন স্বাধীন চলচ্চিত্র পরিচালক জিম জারমাশ এবং ‘লুপিন’ সিরিজের তারকা ওমর সি-ও সই করেছেন।

চিঠিতে স্বাক্ষরকারী অন্যান্য তারকার মধ্যে রয়েছেন রিচার্ড গির, মার্ক রাফালো, গাই পিয়ার্স, সুসান সারানডন, হাভিয়ের বারডেম, এবং পরিচালক ডেভিড ক্রোনেনবার্গ, পেদ্রো আলমোদোভার, আলফন্সো কুয়ারন, মাইক লি। তারা তাদের শিল্পের এই নীরবতায় ‘লজ্জিত’ বলে উল্লেখ করেছেন।

চিঠির মূল বার্তা হলো, গাজায় চলমান মানবিক সংকটের প্রতি শিল্পী সমাজের নীরবতা ও অমনোযোগিতা। তারা শিল্পকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
ট্রেন ধর্মঘটে নিউ ইয়র্কে জন দুর্ভোগ
নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার
স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড
ঝিনাইদহে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ৬৩ হাজার পশু
দেশের জন্য স্বর্ণ জয়ের স্বপ্ন সাদিয়ার
ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে
১০