জেরুজালেমে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, হামলাকারী নিহত : পুলিশ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:০৭

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) :  ইসরাইলি পুলিশ জানিয়েছে শুক্রবার পূর্ব জেরুজালেমে ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলের সদস্য ফার্স্ট রেসপন্ডার্স (তাৎক্ষণিক সেবায় নিয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত দল)-এর ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, তারা ঘটনাস্থলে তার ‘চিকিৎসা’ দিয়ে ২৫ বছর বয়সী ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করেছেন।

শুক্রবার রাতে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে, জেরুজালেমের পুরাতন নগরীর (আধুনিক জেরুজালেম নগরীর অভ্যন্তরে অবস্থিত ০.৯ বর্গ কিমি. আয়তন বিশিষ্ট দেয়ালঘেরা অঞ্চল) একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা আক্রমণকারীকে গুলি করেছে।’

একটি আপডেটে, বাহিনী জানিয়েছে, ওই কর্মকর্তা ‘সন্দেহভাজন ব্যক্তিকে সন্দেহজনক মনে করে তার দিকে নজর রাখছিলেন। এক পর্যায়ে, সন্ত্রাসী অফিসারের ওপর হামলা চালায় এবং তার কাছে থাকা ছুরি দিয়ে কর্মকর্তার পিঠে ছুরিকাঘাত করে।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই ব্যক্তিকে ঘটনাস্থলে থাকা একজন সীমান্তরক্ষী ও আরেক পুলিশ কর্মকর্তা এক সঙ্গে তার ওপর গুলি চাললে সে নিহত হয়।

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ কোনো দায় স্বীকার করেনি। 

ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, আহত কর্মকর্তা পুরোপুরি সচেতন ছিলেন, তিনি আরো বলেন, তিনি মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। তার শরীরের উপরের অংশে আঘাত করা হয়েছে।

ফার্স্ট রেসপন্ডারর্স  জানায়, হামলাটি হয় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের চেইন গেটের কাছে। স্থানটি ইসলামের তৃতীয় পবিত্রতম ও ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের প্রতীক।

ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত স্থানটি ইহুদি ধর্মেরও পবিত্রতম স্থান।

ইসরাইল ১৯৬৭ সাল থেকে পূর্ব জেরুজালেম ও জেরুজালেমের পুরাতন নগরী দখল করে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০