সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৪:৪৪

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : ২০২২ সালে নিউইয়র্কের চাটাকোয়া ইনস্টিটিউশনে সাহিত্যিক সালমান রুশদির উপর হামলার দায়ে অভিযুক্ত হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চাটাকোয়া কাউন্টি আদালতের বিচারক ডেভিড ফোলি শুক্রবার এই রায় ঘোষণা করেন।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ২৭ বছর বয়সী নিউ জার্সির বাসিন্দা মাতার রুশদিকে মঞ্চে ১৫ বার ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। এই হামলায় রুশদি তার ডান চোখের দৃষ্টিশক্তি হারান এবং তার লিভার ও স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি হয়। এছাড়াও, সহ-আলোচক হেনরি রিসও আহত হন।

আদালতে মাতারকে দ্বিতীয় ডিগ্রির হত্যাচেষ্টার জন্য ২৫ বছর এবং দ্বিতীয় ডিগ্রির হামলার জন্য ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা একসাথে চলবে।

মাতার তার অপরাধের জন্য অনুতপ্ত না হয়ে রুশদিকে দোষারোপ করেন এবং বলেন যে তিনি রুশদির কথাবার্তাকে 'বুলিং' হিসেবে দেখেছেন। তিনি আরও বলেন যে, তিনি রুশদির বিতর্কিত উপন্যাস 'দ্য স্যাটানিক ভার্সেস'-এর কয়েক পৃষ্ঠা পড়েছেন মাত্র।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেইনি রুশদির বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেন, যেখানে রুশদির মৃত্যুদণ্ডের আহ্বান জানানো হয়। এই ফতোয়ার প্রেক্ষিতে রুশদি দীর্ঘ সময় গোপনে জীবনযাপন করেন।

২০২৪ সালে রুশদি তার নাইফ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেন, যেখানে তিনি এই হামলার বিস্তারিত বিবরণ দেন। তিনি বলেন, 'আমি ভাগ্যবান যে বেঁচে আছি। আমার প্রধান অনুভূতি কৃতজ্ঞতা।'

মাতার বর্তমানে ফেডারেল পর্যায়ে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগের মুখোমুখি, যার মধ্যে হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে। এই মামলার বিচার ভবিষ্যতে অনুষ্ঠিত হবে।

এই হামলার ঘটনাটি বিশ্বজুড়ে সাহিত্যিক ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকে এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ইস্তাম্বুলে ইউক্রেন-রাশিয়া শীর্ষ সম্মেলন যুদ্ধ অবসানে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’: এরদোগান
ফ্রান্সে সামুদ্রিক পার্কে ওরকার ভিডিও ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করেছেন সেতু সচিব
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা অনেক আশা রাখি : ফারুক 
নাশকতা সৃষ্টির অভিযোগে সৈনিক (বরখাস্ত) নাইমুল গ্রেফতার
গাজায় ‘গণহত্যা বন্ধে’ ইসরাইলের ওপর চাপ বাড়ানোর আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
তুর্কি প্রতিরক্ষা খাতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে: এরদোগান
ঢাকা সেনানিবাসের আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
১০