ট্রেন ধর্মঘটে নিউ ইয়র্কে জন দুর্ভোগ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:০০

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : নিউ জার্সিতে ইঞ্জিনিয়ারদের উচ্চ বেতনের দাবিতে শুক্রবার ট্রেন ধর্মঘট করায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম মেট্রোপলিটন করিডোর নিউ ইয়র্কে যাত্রীদের ভ্রমণ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

হোবোকেন থেকে এএফপি জানায়, গত কয়েক দশকের মধ্যে নিউ জার্সিতে এই প্রথম রাজ্যব্যাপী পরিবহন ধর্মঘট হচ্ছে। রাত ১২টা ১ মিনিটে ধর্মঘট শুরু হওয়ার কারণে অনেকেই তা না জানতেন না। ফলে তারা স্টেশনে চলে এসে ভিড় করেন এবং দুর্ভোগে পড়েন। 

হাডসন নদী পার হয়ে নিউ ইয়র্ক ও অন্যান্য স্থানে যাওয়ার জন্য যাত্রীরা বিকল্প উপায় খুঁজতে হিমশিম খাচ্ছেন।

৬৮ বছর বয়সী লরা পেজো তার কর্মদিবস শেষ করার পর হোবোকেনের একটি রেল স্টেশনে দাঁড়িয়ে বাড়ি ফেরার জন্য বিভিন্ন স্থানে থেমে থেমে এগিয়ে চলা একটি বাসে যাত্রা করার কথা ভাবছিলেন। তিনি এএফপিকে বলেন, ‘আমার স্বাভাবিক যাতায়াত ৩৫-৪০ মিনিটের মধ্যে হলেও প্রায় তিন ঘন্টা সময় লাগবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ট্রানজিট সিস্টেম, এনজে ট্রানজিট জানিয়েছে  যে প্রতিদিন ৩ লাখ ৫০ হাজার যাত্রী তাদের পরিষেবার উপর নির্ভর করে।

ব্রাদারহুড অফ লোকোমোটিভ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রেনম্যান (বিএলইটি) ইউনিয়নের সদস্যরা রেল স্টেশনের বাইরে বিক্ষোভ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০