লিবিয়া থেকে ৮২ জন নাগরিককে সরিয়ে নিয়েছে তুরস্ক

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:৫৮

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : সিশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গত কয়েকদিন ধরে মারাত্মক সংঘর্ষের পর লবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তুরস্ক তাদের ৮২ জন নাগরিককে সরিয়ে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র শুক্রবার রাতে এই তথ্য জানায়।

ইস্তাম্বুল থেকে এএফপি এই খবর জানায়।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর আফ্রিকার দেশটিতে সাম্প্রতিক সময়ে ‘সংঘাত ও নিরাপত্তাহীনতা’ ছড়িয়ে পড়ায় ‘লিবিয়া থেকে নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক ৮২জনকে প্রয়োজনীয় সহায়তা এবং তাদের তুরস্কে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’

তুরস্কের দূতাবাস ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, তারা ত্রিপোলি থেকে প্রায় ২শ’ কিলোমিটার পূর্বে লিবিয়ার বন্দর নগরী মিসরাতা থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে করে তাদের নাগরিকদের ইস্তাম্বুলে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হল। দূতাবাস জানিয়েছে, তারা রাজধানী থেকে তাদের পৌঁছে দেওয়ার জন্য বাসেরও ব্যবস্থা করবে।

দেশে কারা ফিরেছেন বা আরো বিমানের ব্যবস্থা করা হবে কি-না সে সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।
সোমবার রাতে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সরকারের অনুগত বাহিনী ও শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার সশস্ত্র গোষ্টিগুলোকে নিরস্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন শুক্রবার জানিয়েছে, সাম্প্রতিক সংঘটিত তীব্র সংঘর্ষের শেষের দিনগুলোতে ‘কমপক্ষে আটজন বেসামরিক লোক’ নিহত হয়েছে, যার ফলে বিমান চলাচল প্রায় সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন
খুলনায় জলবায়ু নীতিতে উপকূলীয় ঐতিহ্য সংরক্ষণের দাবি
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকায় গুরুত্বারোপ
১০