ইউক্রেনের সঙ্গে পুতিনের আচরণের ‘প্রতিক্রিয়া’ জানাবেন ট্রাম্প: ম্যাক্রোঁ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৮:১৩

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আশা করছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যে ‘ঘৃণ্য আচরণ’ করছেন, তার বিরুদ্ধে ‘প্রতিক্রিয়া’ জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের নিন্দনীয় আচরণের মুখোমুখি হয়ে আমি নিশ্চিত যে, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার কথা মনে রেখে এর প্রতিক্রিয়া জানাবেন।

আলবেনিয়ার তিরানা থেকে এএফপি এ খবর জানায়।

শুক্রবার আলবেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক য্দ্ধুবিরতি প্রত্যাখ্যান করায় রাশিয়ার প্রতি নিন্দা জানান। এ বিষয়ে মস্কোর ওপর চাপ বাড়াতে তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন।

শনিবার ম্যাক্রোঁ ট্রাম্পকে উদ্দেশ্য করে জোর দিয়ে বলেছেন, ‘আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে আমেরিকা। এ উদ্যোগের প্রতি সম্মান জানায়নি প্রেসিডেন্ট পুতিন ও তার সেনাবাহিনী।

ম্যাক্রোঁ ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে বলেছেন, ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে আমরা ‘ইচ্ছুকদের জোট’ গঠন করেছি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছি, ‘দেখুন, আমরা সবাই যুদ্ধবিরতির পক্ষে আছি, নিরাপত্তা নিশ্চিতে ইচ্ছুকদের জোটে আমরা নিজেরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’

সম্প্রতি ইস্তাম্বুলে শান্তি আলোচনায় রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা ১ হাজার বন্দি বিনিময়ের বিষয়ে একমত হন। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করেননি।

আলবেনিয়ায় শীর্ষ সম্মেলন শেষ হওয়ার কয়েক ঘন্টা পর উত্তর ইউক্রেনে বেসামরিক লোকদের বহনকারী একটি মিনিবাসে রুশ ড্রোন হামলায় ৯ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।

এ হামলার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়াার বিরুদ্ধে ট্রাম্পের প্রতিক্রিয়া প্রত্যাশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০