লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহত: ইসরাইল 

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:০৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস): ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ’র স্থানীয় এক কমান্ডারকে হত্যা করেছে।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি সত্ত্বেও গত কয়েক দিনে চতুর্থবারের মতো লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল। সর্বশেষ হামলায় একজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নিহতের পরিচয় জানায়নি। 

বৈরুত থেকে এএফপি এই খবর জানায়।

এএফপি’র একজন সংবাদদাতা ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আবু আল-আসওয়াদে একটি গাড়ির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখেছেন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার’ সঙ্গে জড়িত এক কমান্ডারকে হত্যা করেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসী অবকাঠামো এবং সংশ্লিষ্ট কার্যকলাপ পুনর্নির্মাণ ইসরাইল ও লেবাননের মধ্যে সমঝোতার স্পষ্ট লঙ্ঘন।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লেবাননের লিটানি নদীর উত্তরে তার যোদ্ধাদের ফিরিয়ে নিতে হবে এবং দক্ষিণে অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। ইসরাইল লেবানন থেকে তার সমস্ত বাহিনী প্রত্যাহার করতে হবে। তবে তারা ‘কৌশলগত’ বলে মনে করে এমন পাঁচটি এলাকায় সৈন্য মোতায়েন অব্যাহত রেখেছে। 

এই সপ্তাহের শুরুতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের টার্গেট করে তিনটি পৃথক হামলা চালানো হয়েছে।

লেবানন বলেছে, তারা যুদ্ধবিরতি প্রতিশ্রুতি মেনে চলছে। হামলা বন্ধ করতে ও সমস্ত সৈন্য প্রত্যাহারের জন্য ইসরাইলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে লেবানন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
১০