লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহত: ইসরাইল 

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:০৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস): ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ’র স্থানীয় এক কমান্ডারকে হত্যা করেছে।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি সত্ত্বেও গত কয়েক দিনে চতুর্থবারের মতো লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল। সর্বশেষ হামলায় একজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নিহতের পরিচয় জানায়নি। 

বৈরুত থেকে এএফপি এই খবর জানায়।

এএফপি’র একজন সংবাদদাতা ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আবু আল-আসওয়াদে একটি গাড়ির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখেছেন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার’ সঙ্গে জড়িত এক কমান্ডারকে হত্যা করেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসী অবকাঠামো এবং সংশ্লিষ্ট কার্যকলাপ পুনর্নির্মাণ ইসরাইল ও লেবাননের মধ্যে সমঝোতার স্পষ্ট লঙ্ঘন।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লেবাননের লিটানি নদীর উত্তরে তার যোদ্ধাদের ফিরিয়ে নিতে হবে এবং দক্ষিণে অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। ইসরাইল লেবানন থেকে তার সমস্ত বাহিনী প্রত্যাহার করতে হবে। তবে তারা ‘কৌশলগত’ বলে মনে করে এমন পাঁচটি এলাকায় সৈন্য মোতায়েন অব্যাহত রেখেছে। 

এই সপ্তাহের শুরুতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের টার্গেট করে তিনটি পৃথক হামলা চালানো হয়েছে।

লেবানন বলেছে, তারা যুদ্ধবিরতি প্রতিশ্রুতি মেনে চলছে। হামলা বন্ধ করতে ও সমস্ত সৈন্য প্রত্যাহারের জন্য ইসরাইলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে লেবানন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে দুই ট্রাভেল এজেন্সিতে অভিযান
রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
১০