ইস্তাম্বুলে ইউক্রেন-রাশিয়া শীর্ষ সম্মেলন যুদ্ধ অবসানে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’: এরদোগান

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:৩৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস) : চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানের দিকে একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ হিসেবে এই সপ্তাহের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই দেশের শীর্ষ সম্মেলনকে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, শনিবার প্রকাশিত বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, ‘ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলকে একত্রিত করা যুদ্ধ অবসান এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ বিমান থেকে আলবেনিয়ার একটি ইউরোপীয় শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের বলেন এরদোগান।

এই মন্তব্য আসে শুক্রবার দুই পক্ষের মধ্যে তিন বছরেরও বেশি সময় পর প্রথম সরাসরি আলোচনার পর। এই বৈঠক তুরস্কের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনায় যুদ্ধবিরতি না হলেও বড় পরিসরে বন্দী বিনিময়ে সম্মত হয়েছেন উভয় পক্ষ। এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে।

এরদোগান বলেন, ‘যুদ্ধ শেষ করতে হলে অস্ত্রকে নীরব করতে হবে এবং কূটনীতি বলবৎ করতে হবে। এই সুযোগ হাতছাড়া করা চলবে না। সংঘর্ষ ও অস্ত্র দিয়ে যুদ্ধ সমাপ্ত করা যাবে না।’

সম্মেলনের পর, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ, যিনি দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন, জানান, পরবর্তী ধাপ জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি বৈঠক হবে।

ক্রেমলিনের মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমরা এটিকে সম্ভব মনে করি, তবে তা হবে কেবল দুই পক্ষের মধ্যে চুক্তির মতো নির্দিষ্ট ফলাফল আসার পর।’

রাশিয়ার শীর্ষ কূটনীতিক ভ্লাদিমির মেদিনস্কি জানান, মস্কো ও কিয়েভ ‘সম্ভাব্য ভবিষ্যতের যুদ্ধবিরতি নিয়ে তাদের মতামত তুলে ধরবে,’ তবে তারিখ প্রকাশ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন
খুলনায় জলবায়ু নীতিতে উপকূলীয় ঐতিহ্য সংরক্ষণের দাবি
১০