যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের ৩ নাগরিক কারাগারে

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:১১

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের তিনজন সন্দেহভাজন নাগরিককে লন্ডনের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পুলিশ।

লন্ডন থেকে এএফপি জানায়, মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

যুক্তরাজ্যের মাটিতে ইরানি কার্যকলাপ নিয়ে উদ্বেগ বৃদ্ধির মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে।

অভিযোগের পর স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, ইরানকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় আমাদের ক্ষমতা আরো জোরদার করতে হবে। আমরা আমাদের মাটিতে ক্রমবর্ধমান রাষ্ট্রীয় হুমকি বরদাশত করব না।

গত ৩ মে সন্দেহভাজন এই তিনজনকে আটক করা হয়। মেট্রোপলিটন পুলিশ এই ঘটনাকে  ‘অত্যন্ত জটিল ও দ্রুতগতির তদন্ত’ বলে অভিহিত করে। পরে শনিবার লন্ডনের একটি আদালতে তাদের হাজির করানোর নির্দেশ দেওয়া হয়।

আটককৃতদের নাম- মোস্তফা সিপাহভান্দ (৩৯), ফরহাদ জাভেদি মানেশ (৪৪) এবং শাপুর কালেহালি খানী নূরী (৫৫)। তাদের সকলের ঠিকানা লন্ডনে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা গুপ্তচরবৃত্তির ঘটনায় জড়িত ছিল। 

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ডের প্রধান ডমিনিক মারফি বলেছেন, জাতীয় নিরাপত্তা আইনের অধীনে এগুলো অত্যন্ত গুরুতর অভিযোগ, যা অত্যন্ত জটিল ও  দ্রুতগতির তদন্তের পরে বেরিয়ে এসেছে। দুই সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়ার পর থেকে গোয়েন্দারা তাদের বিষয়ে তদন্তে ২৪ ঘণ্টা কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে একটি বিদেশী গোয়েন্দা পরিষেবাকে সহায়তায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
১০