যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের ৩ নাগরিক কারাগারে

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:১১

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের তিনজন সন্দেহভাজন নাগরিককে লন্ডনের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পুলিশ।

লন্ডন থেকে এএফপি জানায়, মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

যুক্তরাজ্যের মাটিতে ইরানি কার্যকলাপ নিয়ে উদ্বেগ বৃদ্ধির মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে।

অভিযোগের পর স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, ইরানকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় আমাদের ক্ষমতা আরো জোরদার করতে হবে। আমরা আমাদের মাটিতে ক্রমবর্ধমান রাষ্ট্রীয় হুমকি বরদাশত করব না।

গত ৩ মে সন্দেহভাজন এই তিনজনকে আটক করা হয়। মেট্রোপলিটন পুলিশ এই ঘটনাকে  ‘অত্যন্ত জটিল ও দ্রুতগতির তদন্ত’ বলে অভিহিত করে। পরে শনিবার লন্ডনের একটি আদালতে তাদের হাজির করানোর নির্দেশ দেওয়া হয়।

আটককৃতদের নাম- মোস্তফা সিপাহভান্দ (৩৯), ফরহাদ জাভেদি মানেশ (৪৪) এবং শাপুর কালেহালি খানী নূরী (৫৫)। তাদের সকলের ঠিকানা লন্ডনে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা গুপ্তচরবৃত্তির ঘটনায় জড়িত ছিল। 

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ডের প্রধান ডমিনিক মারফি বলেছেন, জাতীয় নিরাপত্তা আইনের অধীনে এগুলো অত্যন্ত গুরুতর অভিযোগ, যা অত্যন্ত জটিল ও  দ্রুতগতির তদন্তের পরে বেরিয়ে এসেছে। দুই সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়ার পর থেকে গোয়েন্দারা তাদের বিষয়ে তদন্তে ২৪ ঘণ্টা কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে একটি বিদেশী গোয়েন্দা পরিষেবাকে সহায়তায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০