টর্নেডোতে যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে ২০ জনেরও বেশি প্রাণহানি

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:৩৭
ছবি : সংগৃহীত

ঢাকা,  ১৭ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেন্টাকি রাজ্যে তীব্র ঝড়ের কবলে পড়ে ২০ জনেরও বেশি লোক মারা গেছেন।

শনিবার রাজ্যের কর্মকর্তা ও  স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, শুক্রবার রাতে ঝড়ে অন্তত ১৪ জন মারা গেছেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মিসৌরিতে অন্তত সাতজন মারা গেছেন।

বেশিয়ার বলেন, ‘আমরা আজ এই কঠিন সংবাদ দিয়ে শুরু করছি,  গত রাতের ঝড়ে আমাদের অন্তত ১৪ জন ারা গেছেন। তবে দুঃখের বিষয় হলো, আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তিনি ক্ষতিগ্রস্ত সকল পরিবারের জন্য প্রার্থনার আহ্বান জানান।

ওয়াশিংটন পোস্ট শহরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিসৌরির সেন্ট লুইসে পাঁচজন মারা গেছেন।

মিসৌরির সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, আমাদের শহর আজ রাতে শোকে বিহ্বল। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সত্যিই ভয়াবহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০