ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:০২

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : ইসরাইলের সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামাসের মিত্র হুথিরা ইসরাইলের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। 

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে’।

গত ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা নিয়মিতভাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পাশাপাশি, হুথিদের মিত্র হামাসও ইসরাইলের ওপর হামলা চালিয়ে আসছে। 

শুক্রবার, ইসরাইল হুথি-অধিষ্ঠিত লোহিত সাগর বন্দর হোদেইদা এবং সালিফ-এ বোমা হামলা চালায়, যার পরপরই একই দিনে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হামলা অব্যাহত থাকলে হুথি নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরাইল।

হুথি-পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, হুথি প্রশাসন বলেছে এই হামলার ‘বেদনাদায়ক জবাব দেওয়া হবে’।

ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী হুথিরা গাজা যুদ্ধের সময় ইসরাইল এবং লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে।

জাহাজ চলাচল রুটে তাদের গুলিবর্ষণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক হামলা চালায়।

তবে চলতি মাসের প্রথম দিকে, মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের সাথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করে, যেখানে ইসরাইল অন্তর্ভুক্ত ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
১০