মরক্কো ও সিরিয়া ‘উভয় পক্ষ’ দূতাবাস পুনরায় চালু করবে 

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:৪৩

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : মরক্কো শনিবার জানিয়েছে, তারা দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করবে। যা দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের উৎখাতের পর সিরিয়ার প্রতি নতুন করে সমর্থনের ইঙ্গিত দেয়। মরক্কোর এই পদক্ষেপের ঘোষণার ফলে দামেস্কও একই ধরণের পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

রাবাত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মরক্কোর এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট  আহমেদ আল-শারার কাছে লেখা বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের এক চিঠিতে।  ওই চিঠি বাগদাদে আরব লীগ শীর্ষ সম্মেলনে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী পাঠ করেছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, মরক্কো ‘স্বাধীনতা, নিরাপত্তা এবং স্থিতিশীলতার সন্ধানে’ সিরিয়ার জনগণের সমর্থন জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরব শীর্ষ সম্মেলনের সময় শীর্ষ কূটনীতিক আসাদ আল-শাইবানি মরক্কোর নাসের বুরিতার সাথে সাক্ষাত করেছেন এবং ‘উভয় পক্ষ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে’।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া ‘রাবাতে তার দূতাবাস পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করবে’।

গত ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভের ওপর আসাদের সহিংস দমন-পীড়নের পর শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যে ২০১২ সালে রাবাত দামেস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

গত ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহীদের তীব্র আক্রমণে আসাদকে উৎখাত করা হয়।

১৩ বছরের গৃহযুদ্ধে ৫ লাখেরও বেশি মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০