ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে সেগুলোয় আরোহন করা পাঁচজন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
পুলিশের উদ্ধৃতি দিয়ে হেলসিঙ্কি থেকে এএফপি এ তথ্য জানায়।
ফ্লাইট পরিকল্পনা অনুসারে, একটি হেলিকপ্টারে দুজন ও অপরটিতে তিনজন আরোহী ছিলেন। হেলিকপ্টার দুটি যেখানে বিধ্বস্ত হয় তারা সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে পাইকাজারভির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
মিডিয়ার খবরে বলা হয়েছে, কপ্টারে থাকা ব্যক্তিরা ব্যবসায়ী ছিলেন।
গোয়েন্দা সংস্থার প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা এক বিবৃতিতে বলেছেন, ‘শনিবার ইউরা বিমানবন্দরের কাছে এক হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।’
প্রত্যক্ষদর্শী আন্টি মারজানেনকে উদ্ধৃত করে ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি জানিয়েছে, তিনি অভিযানের সময় একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিতে দেখেছেন।
মারজানেন বলেন, ‘এগুলোর মধ্যে একটি পাথরের মতো পড়ে যায় এবং অন্যটি ধীরে ধীরে পড়ে । আমি কোনও শব্দ শুনতে পাইনি।’