নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে জাতীয় কমিশন গঠনের ঘোষণা সিরিয়ার

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:৪২

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর দীর্ঘস্থায়ী শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পাঁচ মাসেরও বেশি সময় পর শনিবার সিরিয়া নিখোঁজ ব্যক্তিদের জন্য একটি জাতীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত ২০১১ সালে আসাদের বাহিনী যখন সরকারবিরোধী বিক্ষোভকে নির্মমভাবে দমন করে। তখন সিরিয়ার সংঘাতের সূত্রপাত ঘটে। সংঘাতের ফলে হাজার হাজার মানুষ বন্দী এবং অনেকেই নিখোঁজ হন। 

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা স্বাক্ষরিত এবং প্রেসিডেন্টের জারি করা এক আদেশে ‘নিখোঁজ ব্যক্তিদের জন্য একটি স্বাধীন জাতীয় কমিশন’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। 

এই সংস্থাটির দায়িত্ব হচ্ছে, ‘নিখোঁজ এবং জোরপূর্বক নিখোঁজদের অনুসন্ধান এবং উন্মোচন, মামলা নথিভুক্ত করা, একটি জাতীয় ডাটাবেস প্রতিষ্ঠা করা এবং তাদের পরিবারকে আইনি ও মানবিক সহায়তা প্রদান করা’।

শারা স্বাক্ষরিত ডিক্রি বা আদেশে বলা হয়েছে, জাতীয় কমিশনের ‘আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা’ থাকবে এবং সিরিয়ার সমগ্র ভূখণ্ডের ওপর তাদের কর্তৃত্ব থাকবে।

কমিশনের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ রেদা জলখি। তাকে গত মার্চের শুরুতে দেশের উত্তরণের জন্য একটি সাংবিধানিক ঘোষণাপত্রের খসড়া তৈরিতে সহায়তা করার জন্য নিযুক্ত করা হয়েছিল।

গত মার্চ মাসে, শারা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, সেই সময়ের মধ্যে একটি ‘অন্তর্বর্তীকালীন বিচার কমিশন’ গঠন করা হবে যা ‘জবাবদিহিতার উপায় নির্ধারণ করবে, তথ্য প্রতিষ্ঠা করবে এবং পূর্ববর্তী সরকারের অপকর্মের শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার প্রদান করবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
১০