নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে জাতীয় কমিশন গঠনের ঘোষণা সিরিয়ার

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:৪২

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর দীর্ঘস্থায়ী শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পাঁচ মাসেরও বেশি সময় পর শনিবার সিরিয়া নিখোঁজ ব্যক্তিদের জন্য একটি জাতীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত ২০১১ সালে আসাদের বাহিনী যখন সরকারবিরোধী বিক্ষোভকে নির্মমভাবে দমন করে। তখন সিরিয়ার সংঘাতের সূত্রপাত ঘটে। সংঘাতের ফলে হাজার হাজার মানুষ বন্দী এবং অনেকেই নিখোঁজ হন। 

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা স্বাক্ষরিত এবং প্রেসিডেন্টের জারি করা এক আদেশে ‘নিখোঁজ ব্যক্তিদের জন্য একটি স্বাধীন জাতীয় কমিশন’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। 

এই সংস্থাটির দায়িত্ব হচ্ছে, ‘নিখোঁজ এবং জোরপূর্বক নিখোঁজদের অনুসন্ধান এবং উন্মোচন, মামলা নথিভুক্ত করা, একটি জাতীয় ডাটাবেস প্রতিষ্ঠা করা এবং তাদের পরিবারকে আইনি ও মানবিক সহায়তা প্রদান করা’।

শারা স্বাক্ষরিত ডিক্রি বা আদেশে বলা হয়েছে, জাতীয় কমিশনের ‘আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা’ থাকবে এবং সিরিয়ার সমগ্র ভূখণ্ডের ওপর তাদের কর্তৃত্ব থাকবে।

কমিশনের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ রেদা জলখি। তাকে গত মার্চের শুরুতে দেশের উত্তরণের জন্য একটি সাংবিধানিক ঘোষণাপত্রের খসড়া তৈরিতে সহায়তা করার জন্য নিযুক্ত করা হয়েছিল।

গত মার্চ মাসে, শারা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, সেই সময়ের মধ্যে একটি ‘অন্তর্বর্তীকালীন বিচার কমিশন’ গঠন করা হবে যা ‘জবাবদিহিতার উপায় নির্ধারণ করবে, তথ্য প্রতিষ্ঠা করবে এবং পূর্ববর্তী সরকারের অপকর্মের শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার প্রদান করবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান সিএমইউজে ও প্রেসক্লাবের
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
১০