ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : গাজায় ইসরাইলি সেনাবাহিনীর নতুন করে তীব্র হামলা শুরুর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আবারও টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।
ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে যে তিন দিনের ব্যবধানে এটি ছিল দু’জনের মধ্যে দ্বিতীয় ফোনালাপ। ইসরাইল জানায়, হামাসকে পরাজিত করার লক্ষ্যেই তাদের সামরিক অভিযান জোরদার করা হয়েছে। যার ফলে সর্বশেষ হামলায় দুই ডজনের বেশি লোক নিহত হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, ফোনালাপে গাজা পরিস্থিতি এবং বাকি থাকা সব জিম্মিদের মুক্তি নিশ্চিত করার যৌথ প্রচেষ্টা নিয়ে রুবিও এবং নেতানিয়াহু আলোচনা করেছেন।
নতুন করে এমন এক সময়ে ইসরায়েলের এই আক্রমণ শুরু হয়েছে, যখন গাজার অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। সেখানে ইসরায়েলি অবরোধের কারণে এখনো ত্রাণ সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে।
শনিবার সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও গাজায় লড়াই থামানোর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, আমরা এই সংঘাতের অবসান ও একটি যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানাই।
তিনি আরও বলেন, মানুষ যে পরিমাণ কষ্ট পাচ্ছে, তা আমরা স্বীকার করি। আমরা এর জন্য হামাসকে দায়ী করি, কিন্তু তবুও মানুষ কষ্ট পাচ্ছে।
রুবিও সাক্ষাৎকারে আরও বলেন, আমরা সক্রিয়ভাবে এমন উপায় খোঁজ করছি, যাতে যুদ্ধবিরতির প্রক্রিয়ার মাধ্যমে জিম্মিদের মুক্ত করা যায়।
এর আগের দিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবুধাবিতে বলেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে অনেক মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।
সরকারি হিসাবের ভিত্তিতে এএফপি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় ইসরাইলি পক্ষের ১,২১৮ জন নিহত হয়। যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। সেই হামলায় ২৫১ জনকে জিম্মি করা হয়। যাদের মধ্যে ৫৭ জন এখনো গাজায় অবস্থান করছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি করছে এদের মধ্যে ৩৪ জন মারা গেছেন।
হামাস-শাসিত গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৩,১৩১ জন নিহত হয়েছেন। এতে যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,২৭২ জনে।
পররাষ্ট্রমন্ত্রী রুবিও ভ্যাটিকানে নবনির্বাচিত পোপ লিও চতুর্দশের প্রথম ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের আগে রোম থেকে নেতানিয়াহুর সঙ্গে এই ফোনালাপ করেন বলে জানান মুখপাত্র ব্রুস।