দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:২৪
প্রতীকী ছবি

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস): মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত ‘বিপজ্জনক’ অপরাধীদের জন্য দক্ষিণ আমেরিকার জঙ্গলে একটি উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগার তৈরির পরিকল্পনা করেছে ফ্রান্স। 

ব্রাজিলের উত্তরে অবস্থিত ফ্রান্সের বিদেশি অঞ্চল গায়ানার সেন্ট লরেন্ট ডু মারোনিতে ২০২৮ সালে এ কারাগার চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির জাস্টিস মিনিস্টার জেরাল্ড ডারমানিন।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

রোববার ডারমানিন জেডিডি-সাপ্তাহিককে বলেন, আমি গায়ানায় ফ্রান্সের তৃতীয় উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।

ডারমানিন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে  খ্যাতি অর্জন করেন। 

তিনি বলেন, মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত বিপজ্জনক ব্যক্তিদের ফ্রান্স থেকে অপসারণ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ৬০টি স্থান (প্রিজন সেলের মতো স্থান) নির্মাণের লক্ষ্য রয়েছে।
১৫টি স্থান দণ্ডপ্রাপ্ত ইসলামপন্থী মৌলবাদীদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানান তিনি। 

ডারমানিন গায়ানা ভ্রমণের সময় সাপ্তাহিক পত্রিকাটিকে বলেন, আমার কৌশল সহজ। তা হলো- সকল স্তরে সংগঠিত অপরাধ দমন করা। 

তিনি বলেন, দক্ষিণ আমেরিকা হয়ে ইউরোপে মাদক পাচারের ক্ষেত্রে গায়ানা গুরুত্বপূর্ণ প্রবেশপথ বা রুট হিসেবে কাজ করছে। মূল ভূখণ্ড ফ্রান্সে তাদের নেটওয়ার্ক রয়েছে। ওই নেটওয়ার্কের হোতারা ভোক্তা পর্যায়ে মাদক পৌঁছে দেয়।

ডারমানিন বলেন, এই কারাগার মাদক পাচারের বিরুদ্ধে একটি সুরক্ষা হবে। কারাগারের অবস্থান মাদক পাচারকারী নেটওয়ার্কের প্রধানদের স্থায়ীভাবে বিচ্ছিন্ন করতে মারাত্মকভাবে কাজ করবে। কারণ তারা আর তাদের অপরাধমূলক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করতে পারবে না।

সেন্ট লরেন্ট ডু মারোনি হলো মাদক চোরাকারবারিদের জন্য একটি কৌশলগত কেন্দ্র। তারা প্রতিবেশী সুরিনাম থেকে মাদক (কোকেন) এনে প্রধানত ব্রাজিল থেকে প্যারিসের অরলি বিমানবন্দরে পাচার করে।

ডারমানিন জানুয়ারিতে বলেছিলেন, ১০০ জন শীর্ষ মাদক চোরাকারবারিকে অবৈধ ব্যবসা থেকে বিরত রাখতে একটি বিচ্ছিন্ন স্থানে কারাগারটির বিন্যাস করা হয়েছে।

জনসংখ্যার অনুপাতে গায়ানা হল সবচেয়ে বেশি অপরাধপ্রবণ ফরাসি অঞ্চল। এখানে ২০২৩ সালে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে রেকর্ড ২০ দশমিক ৬টি হত্যাকাণ্ড ঘটেছে, যা জাতীয় গড়ের প্রায় ১৪ গুণ।

সেন্ট লরেন্ট ডু মারোনি ফ্রান্সের কুখ্যাত দণ্ড উপনিবেশ হিসেবে পরিচিত। এতে ১৯শতকের মাঝামাঝি থেকে ২০শতকের মাঝামাঝি পর্যন্ত কার্যক্রম চালু ছিল। সেখানে দণ্ডপ্রাপ্ত অপরাধী, বিশেষ করে রাজনৈতিক বন্দী ও ফ্রান্সের সরকার কর্তৃক সাজাপ্রাপ্ত লোকজনকে পাঠানো হত। এই দণ্ড উপনিবেশের কাঠামো এখনো অক্ষত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০