সিরিয়ায় গাড়িবোমা হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:২০

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : সিরিয়ার পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনের কাছে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই তথ্য জানায়।

সানা জানায়, “পূর্ব দেইর আল-জোর প্রদেশের আল-মায়াদিন শহরের পুলিশ স্টেশনের পাশে একটি বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং দুজন আহত হয়েছেন।”

আল-মায়াদিন শহরের পরিচালক খলিল আবদুলমোনেইম আল-আয়ুব বলেন, “রোববার সন্ধ্যা ৭টার দিকে আল-মায়াদিন পুলিশ স্টেশনের পাশে ওই বিস্ফোরণ ঘটে।”

তিনি আরো জানান, “প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থল পরিদর্শনে নিশ্চিত হওয়া গেছে, এটি গাড়িবোমা হামলা ছিল।”

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা ‘দি সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বিস্ফোরণে মোট পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়াও এক শিশুসহ দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সংস্থাটি আরো জানায়, বিস্ফোরণের সময় আল-মায়াদিন শহরে সাধারণ নিরাপত্তা বিভাগ (সিরিয়ার নতুন পুলিশ বাহিনী) একটি নিরাপত্তা অভিযান শুরু করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ
‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’ চালু করছে চসিক 
দিনাজপুরের ১৩ উপজেলায় ভুট্টা চাষিদের মহোৎসব 
পানির ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক জলাধার রক্ষা করা অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা
দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের মাধ্যমে প্রাণহানি কমানো সম্ভব : অনুষ্ঠানে বক্তারা
ব্রিটেনে ইরানিদের গ্রেপ্তার নিয়ে তেহরানে ব্রিটিশ কূটনীতিক তলব
৩ জুনের মধ্যে গামেন্টসকর্মীদের বোনাস দিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
ঢাকা-বেইজিং সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক
১০