সিরিয়ায় গাড়িবোমা হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:২০

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : সিরিয়ার পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনের কাছে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই তথ্য জানায়।

সানা জানায়, “পূর্ব দেইর আল-জোর প্রদেশের আল-মায়াদিন শহরের পুলিশ স্টেশনের পাশে একটি বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং দুজন আহত হয়েছেন।”

আল-মায়াদিন শহরের পরিচালক খলিল আবদুলমোনেইম আল-আয়ুব বলেন, “রোববার সন্ধ্যা ৭টার দিকে আল-মায়াদিন পুলিশ স্টেশনের পাশে ওই বিস্ফোরণ ঘটে।”

তিনি আরো জানান, “প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থল পরিদর্শনে নিশ্চিত হওয়া গেছে, এটি গাড়িবোমা হামলা ছিল।”

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা ‘দি সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বিস্ফোরণে মোট পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়াও এক শিশুসহ দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সংস্থাটি আরো জানায়, বিস্ফোরণের সময় আল-মায়াদিন শহরে সাধারণ নিরাপত্তা বিভাগ (সিরিয়ার নতুন পুলিশ বাহিনী) একটি নিরাপত্তা অভিযান শুরু করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান সিএমইউজে ও প্রেসক্লাবের
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
১০