অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি চায় ইইউ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৩:২৬ আপডেট: : ১৯ মে ২০২৫, ২০:৪৪

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য বৈশ্বিক সংকট মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক জোট গড়ে তোলার লক্ষে ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে চায়।

সিডনি থেকে এএফপি জানায়, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন গত বছরের শেষের দিকে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে ব্লকের স্বাক্ষরিত অনুরূপ নিরাপত্তা চুক্তির দিকে ইঙ্গিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-তে দেখা যায়, রোববার রোমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‘আমরা আপনাকে একজন কৌশলগত অংশীদার হিসেবে দেখি।’ রোমে পোপ লিওর অভিষেক অনুষ্ঠানের পর বিশ্ব নেতারা একত্রিত হন।

তিনি বলেন, আমরা এই কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত করতে চাই।

‘ভূ-রাজনৈতিক উত্তেজনার’ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি এমন একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্বও গড়ে তুলতে পারি তবে আমরা খুব খুশি হব।’

আলবানিজ তার পক্ষ থেকে বলেন, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন ‘ইউক্রেনের জনগণের পাশে একসঙ্গে দাঁড়িয়েছে’।

‘আমাদের অভিন্ন মূল্যবোধ বিদ্যমান রয়েছে, যা আজকের অনিশ্চিত বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনের মার্কিন যুক্তরাষ্ট্র মহাদেশ থেকে সরে যেতে পারে এই আশঙ্কার মুখোমুখি হয়ে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার সময় ব্লকটি ভারতের প্রতি আকৃষ্ট হয়েছে। তবে, এসব দেশ ব্লকের স্বাভাবিক প্রতিরক্ষা স্বার্থের ক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
সমন্বিত উদ্যোগে দুর্যোগ প্রতিরোধ সম্ভব : দুর্যোগ উপদেষ্টা
রাজধানীতে দুই ট্রাভেল এজেন্সিতে অভিযান
রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
১০