গাজায় ‘অবাধ ও ব্যাপক’ সহায়তা নিশ্চিতে ইসরাইলের প্রতি আহ্বান ফ্রান্সের

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৩:৩০

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : গাজা উপত্যকায় “তাৎক্ষণিক, ব্যাপক ও অবাধ” মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরাইলে প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো। রোববার তিনি এ আহ্বান জানান। প্যারিস থেকে এএফপি সোমবার এ খবর জানিয়েছে।

এর কিছু সময় আগে গাজাবাসির জন্য “মৌলিক পরিমাণ” খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেন ইসরইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ পোস্ট করে বারো লেখেন, “তিন মাসের কূটনৈতিক চেষ্টার পর অবশেষে ইসরাইল গাজায় মানবিক সহায়তার পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। তবে, এটি হতে হবে তাৎক্ষণিক, ব্যাপক ও বাধাহীন।”

তিনি আরো বলেন, “এই সহায়তা অবশ্যই গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির অবসান ঘটাবে এবং দুর্ভিক্ষের চূড়ান্ত পরিণতির ইতি টানবে।”

এর আগে নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ যেন না ঘটে তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পরামর্শে মৌলিক পরিমাণ খাদ্য সহায়তা প্রবেশের অনুমোদন দেওয়া হবে।

গত ২ মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা অবরোধ করে রাখে তেল আবিব। এরপর থেকেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ আন্তর্জাতিক নেতারা বারবার সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
সমন্বিত উদ্যোগে দুর্যোগ প্রতিরোধ সম্ভব : দুর্যোগ উপদেষ্টা
রাজধানীতে দুই ট্রাভেল এজেন্সিতে অভিযান
রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
১০