ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস): গাজার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সোমবার ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন এবং সেনাবাহিনী ব্যাপক আক্রমণ চালিয়েছে। দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিস এবং এর আশপাশে ভারী হামলা হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ১১ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি নিকটবর্তী আবাসানে আরো একজন নিহত হয়েছেন।
গাজা সিটি থেকে এএফপি এই খবর জানায়।
তিনি বলেছেন, উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার পশ্চিমে একটি বাজারের কাছে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। গাজার কেন্দ্রস্থলে অবস্থিত নুসাইরাতে তাদের তাঁবুতে বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এছাড়া, উত্তরে গাজা সিটিতে একটি তাঁবুতে আরেকটি হামলায় দুইজন নিহত হয়েছেন।
বাসাল বলেছেন, বেইত লাহিয়ায় ইন্দোনেশিয়ার হাসপাতালেও মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে চলমান গোলাগুলির কারণে মৃতদেহগুলো উদ্ধার করা যায়নি।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরাইলি সেনাবাহিনীকে অভিযোগ করেছে, তারা হাসপাতালটি অবরোধ করে রেখেছে, ‘কার্যত হাসপাতালটিকে পরিষেবা বন্ধ করে দিয়েছে’।
ইসরাইলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে, তারা তাদের নতুন তীব্র অভিযান অব্যাহত রেখেছে।সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা ‘গাজা উপত্যকা জুড়ে অভিযান চালাচ্ছে’।