ব্রিটেনে ইরানিদের গ্রেপ্তার নিয়ে তেহরানে ব্রিটিশ কূটনীতিক তলব

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৫:১৩

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ব্রিটেনে কয়েকজন ইরানি নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের জেরে তেহরানের ব্রিটিশ দূতাবাসের কূটনীতিককে তলব করা হয়েছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এএফপি এ তথ্য জানায়।

ইরনা জানায়, “যুক্তরাজ্যে কয়েকজন ইরানি নাগরিককে অন্যায্যভাবে গ্রেপ্তারের পর, রোববার তেহরানে ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়।” এই গ্রেপ্তারকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও উল্লেখ করা হয়।

গত শনিবার ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে লন্ডনের এক আদালতে হাজির করা হয় তিন ইরানি নাগরিককে। তারা হলেন, মোস্তাফা সেপাহভান্দ (৩৯), ফারহাদ জাওয়াদি মানেশ (৪৪) ওশাপুর ক্বালেহালি খানি নূরি (৫৫)। তাঁরা সবাই লন্ডনে বসবাস  করেন। গত ৩ মে গ্রেপ্তার হন এই তিন ইরানি।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ছোট নৌকায় অথবা গাড়িতে লুকিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা অনিয়মিত অভিবাসী।

যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এই গুপ্তচরবৃত্তি কার্যক্রম ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল।

তদন্তের অংশ হিসেবে গত ৯ মে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে কোন অভিযোগ না এনেই পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ভিন্ন এক মামলায় গত ৩ মে আরও পাঁচ ইরানিকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে চারজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক রাখা হলেও, পরবর্তীতে মুক্তি দেওয়া হয়। তবে পুলিশ বলেছে, তদন্ত এখনো চলছে।

পঞ্চম ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হলেও চলতি মাসের যেকোনো সময় তাকে আদালতে হাজির হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের কঠোর সতর্কবার্তা, তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে 
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এজেডএম জাহিদ হোসেনের
ফুলবাড়ীতে ধরলার ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
মানিলন্ডারিং : বিএনপির প্রয়াত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি
খুলনায় নতুন কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজ শেষের পথে
চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট
বিদেশি ট্রাক চালকদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
নতুনভাবে রাজনীতি ও সমাজ গড়বেন তারেক রহমান : এ্যানি
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
১০