ব্রিটেনে ইরানিদের গ্রেপ্তার নিয়ে তেহরানে ব্রিটিশ কূটনীতিক তলব

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৫:১৩

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ব্রিটেনে কয়েকজন ইরানি নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের জেরে তেহরানের ব্রিটিশ দূতাবাসের কূটনীতিককে তলব করা হয়েছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এএফপি এ তথ্য জানায়।

ইরনা জানায়, “যুক্তরাজ্যে কয়েকজন ইরানি নাগরিককে অন্যায্যভাবে গ্রেপ্তারের পর, রোববার তেহরানে ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়।” এই গ্রেপ্তারকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও উল্লেখ করা হয়।

গত শনিবার ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে লন্ডনের এক আদালতে হাজির করা হয় তিন ইরানি নাগরিককে। তারা হলেন, মোস্তাফা সেপাহভান্দ (৩৯), ফারহাদ জাওয়াদি মানেশ (৪৪) ওশাপুর ক্বালেহালি খানি নূরি (৫৫)। তাঁরা সবাই লন্ডনে বসবাস  করেন। গত ৩ মে গ্রেপ্তার হন এই তিন ইরানি।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ছোট নৌকায় অথবা গাড়িতে লুকিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা অনিয়মিত অভিবাসী।

যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এই গুপ্তচরবৃত্তি কার্যক্রম ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল।

তদন্তের অংশ হিসেবে গত ৯ মে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে কোন অভিযোগ না এনেই পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ভিন্ন এক মামলায় গত ৩ মে আরও পাঁচ ইরানিকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে চারজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক রাখা হলেও, পরবর্তীতে মুক্তি দেওয়া হয়। তবে পুলিশ বলেছে, তদন্ত এখনো চলছে।

পঞ্চম ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হলেও চলতি মাসের যেকোনো সময় তাকে আদালতে হাজির হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোটা গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর
বেপজা শ্রম ও পরিবেশগত মানের উৎকর্ষের প্রতীক: লুৎফে সিদ্দিকী
যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু: ইইউ প্রধান
এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাম্পের কণ্ঠে শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য মিথ্যা : রিউমার স্ক্যানার
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফ্লাইট শেষ ৩১ মে : সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৩১৭ জন হজযাত্রী
মুজারাবানিকে দলে নিল ব্যাঙ্গালুুরু
বার্সেলোনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা নিশ্চিত করলো ভিয়ারিয়াল
প্রতিটি ধর্মই শান্তি-সম্প্রীতি শিক্ষা দেয় : মীর হেলাল 
১০