ভিয়েতনামে আকস্মিক বন্যার পর ভূমিধসে ৪  জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:২২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যার পর ভূমিধসে চারজনের প্রাণহানি হয়েছে, সরকার সোমবার এ তথ্য জানান। পূর্বাভাসকারীরা আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে।

হ্যানয় থেকে এএফপি জানায়, শনিবার মুষলধারে বৃষ্টিপাতের পর রোববার ভোরে বাক কান প্রদেশের বা বে জেলায় ভূমিধস হয়।

স্থানীয় কর্মকর্তা তিউ জুয়ান তাইয়ের উদ্ধৃতি দিয়ে সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাহাড়ের চূড়া থেকে বিস্ফোরণের মতো বিকট আওয়াজ শোনা যাওয়ার পর পাহাড় থেকে মাটি, পাথর ও জল নেমে আসে।’

তাই বলেন, স্থানীয় বাসিন্দারা কয়েক বছর আগে পাহাড়ের চূড়ায় দুই মিটার প্রশস্ত (ছয় ফুট প্রশস্ত) ফাটলের কথা জানতে পেরেছিলেন।

প্রাদেশিক কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্কতা জারি করেছে এবং ঝর্ণা, নদী এবং ভূমিধ্বসের ঝুঁকিপূর্ণ অন্যান্য এলাকার বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক নিরাপত্তা পরীক্ষা করার আহ্বান জানায়।

কর্তৃপক্ষ জানায়, ঝুঁকির মুখে পড়লে বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নিবে। 

আবহাওয়াবিদরা জানান, এই মাসে এখনও পর্যন্ত এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং উত্তর ও মধ্য অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে।

ভিয়েতনাম গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের ঝুঁকিতে রয়েছে, যা  প্রায়শই মারাত্মক আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ হয়। সাধারণত জুন থেকে নভেম্বরের মধ্যে দেশটিতে এই ঝড় আঘাত হানে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে যা ধ্বংসাত্মক বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর, প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিয়েতনামে ৫১৪ জন মারা গেছেন, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি।

সেপ্টেম্বরে, দেশটির উত্তরে টাইফুন ইয়াগি আঘাত হানলে ৩৪৫ জন প্রাণ হারায় এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে এস আলমসহ ৬৮ জনের বিরুদ্ধে দুদকের দু’টি মামলা
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে ৪৪ জন গ্রেফতার
ঢাবি উপাচার্যের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ
কক্সবাজারে ২০ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা 
সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে : সমাজ কল্যাণ উপদেষ্টা 
মধ্য এশিয়ায় রেকর্ড ভাঙল তাপদাহ
নাগরিকদের গ্রেফতার করায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান
পল্টনে ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা রিপন ও নাঈম ভুঁইয়াসহ ১৪ জন রিমান্ডে
বন বিভাগ পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদের ভিডিওকে মমতাজের বাড়ি ভাঙা বলে প্রচার
ভার্টিগোর কারণ চিহ্নিত করে চিকিৎসা দেওয়ার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের 
১০