ইন্দোনেশিয়ায় ‘মাউন্ট লেওটোবি লাকি-লাকি’-আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, এক কিলোমিটার উঁচু ছাইয়ের মেঘ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:৫১

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ সতর্কতা বাড়ানোর পর সোমবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আগ্নেয়গিরি ‘মাউন্ট লেওটোবি লাকি-লাকি’-তে অগ্ন্যুৎপাত হলে সেটি এক কিলোমিটারেরও বেশি উচ্চতায় ছাইয়ের মেঘ ছড়িয়ে দেয়।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থার উদ্ধৃতি দিয়ে জাকার্তা থেকে এএফপি জানায়, পর্যটন দ্বীপ ফ্লোরেসের মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে মধ্যরাতের কিছুক্ষণ পর অগ্ন্যুৎপাতের ফলে তার শিখর থেকে ১.২ কিলোমিটার ওপরে ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৩৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ০১৩৬ টায়) আগ্নেয়গিরি থেকে আরো একবার অগ্ন্যুৎপাত শুরু হয়।

রোববার সন্ধ্যায় সর্বশেষ অগ্নুৎপাত ঘটে। কর্তৃপক্ষ ১,৫৮৪ মিটার (৫,১৯৭ ফুট) উঁচু জোড়া-শীর্ষ আগ্নেয়গিরির সতর্কতা স্তর দেশের চার-স্তরীয় ব্যবস্থার সর্বোচ্চ স্তরে উন্নীত করার পরপরই এই অগ্নুৎপাত শুরু হয়।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ রোববার সতর্ক করে বলেছেন, ‘লেওটোবি লাকি-লাকির’ তৎপরতা এখনও তীব্র।’

 তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আগের চেয়েও বড় অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে।’

 রোববার ধারাবাহিক অগ্ন্যুৎপাতের ফলে লাকি-লাকির শিখর থেকে ছয় কিলোমিটার উপরে ছাই ছড়িয়ে পড়ে।

ওয়াফিদ বাসিন্দাদের আগ্নেয়গিরির ছাই থেকে নিজেদের রক্ষা করার জন্য মাস্ক পরার আহ্বান জানানোর পাশাপাশি অগ্নুৎপাতের স্থান থেকে থেকে কমপক্ষে ছয় কিলোমিটার দূরে কোনও কার্যকলাপ না করার জন্য লোকেদের আহ্বান জানিয়েছেন।

ভূতত্ত্ব সংস্থা প্রধান ভারী বৃষ্টিপাত হলে, উৎপন্ন নদীগুলোর বিশেষ করে আগ্নেয়গিরির শিখরের আশেপাশের সম্প্রদায়ের জন্য এক ধরণের কাদা বা ধ্বংসাবশেষের প্রবাহ বিপজ্জনক লাভার বন্যা হওয়ার আশঙ্কা সম্পর্কেও সতর্ক করেছেন।

নভেম্বরে, মাউন্ট লেওটোবি লাকি-লাকি থেকে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়, যার ফলে নয়জনের মৃত্যু হয়, বালিতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয় এবং হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০