নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থীদের বিশাল সামবেশ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৭:৩২

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : গাজায় ইসরাইলের চলমান হত্যা-নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে বিশাল সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থীরা। রোববার হেগে ফিলিস্তিনি জনগণের সমর্থনে হাজার হাজার মানুষ জড়ো হন। 

দ্য হেগ থেকে সিনহুয়া এই খবর জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ইহুদিবাদী ইসরাইলের প্রতি ডাচ সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে বলেছেন, গত মার্চ থেকে গাজায় শত শত মানুষ ক্ষুধায় মারা গেছে।

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত,প্ল্যাকার্ড ও ব্যানার বহন করছিলেন।

তারা মুখেও বিভিন্ন শ্লোগান দিয়েছেন। গাজার মানুষের আর্তনাদ ডাচ সরকারের কানে পৌঁছায় না বলে তারা সমালোচনা করেছেন। বিক্ষোভকারীরা বলেছেন, নেদারল্যান্ডস অর্থ দিচ্ছে, আর তা দিয়ে ইসরাইল বোমা মারছে।

ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে মানুষ হত্যা করছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদেও বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের হিসেব অনুযায়ী ১৮ হাজার শিশু মারা গেছে। এছাড়া আহত হয়েছেন ১২ লাখের বেশি ফিলিস্তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের কঠোর সতর্কবার্তা, তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে 
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এজেডএম জাহিদ হোসেনের
ফুলবাড়ীতে ধরলার ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
মানিলন্ডারিং : বিএনপির প্রয়াত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি
খুলনায় নতুন কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজ শেষের পথে
চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট
বিদেশি ট্রাক চালকদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
নতুনভাবে রাজনীতি ও সমাজ গড়বেন তারেক রহমান : এ্যানি
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
১০