ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দিতে বললে আলোচনা ব্যর্থ হবে : ইরান

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৭:৫০

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন যদি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের ওপর জোর দেয়, তাহলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ‘কোনো ফল বয়ে আনবে না’। 

সোমবার  রাষ্ট্রীয় গণমাধ্যম  ইরনার দিয়ে তেহরান থেকে এএফপি এই খবর জানায়।

গতকাল রোববার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সাথে চুক্তির বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যেকোনো নতুন চুক্তিতে অবশ্যই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। যা ভবিষ্যতে পারমাণু বোমা তৈরির দিকে যেতে পারে।

তবে তেহরান সব সময় বলে আসছে তাদের পারমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। পরমাণু বোমা তৈরির জন্য নয়।

তখত্রাভাঞ্চি বলেন, ‘পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা বারবার বলেছি যে, এটি একটি জাতীয় অর্জন যা থেকে আমরা পিছু হটব না।’

গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চল সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ইরানের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি। তবে ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

এদিকে, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দু’পক্ষের আলোচনার সময় ব্যক্তিগতভাবে যা আলোচনা করা হয়েছে তার পরিবর্তে ভিন্ন কিছু  প্রকাশ করে ওয়াশিংটন আলোচনাকে জটিল করে তুলছে।

২০১৭-২১ প্রথম প্রেসিডেন্ট মেয়াদে, ২০১৫ সালের ইরান এবং বিশ্বশক্তির মধ্যে একটি চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। যে চুক্তিতে তেহরানের সমৃদ্ধকরণ কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাঞ্জা আরোপ করা হয়েছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের কঠোর সতর্কবার্তা, তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে 
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এজেডএম জাহিদ হোসেনের
ফুলবাড়ীতে ধরলার ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
মানিলন্ডারিং : বিএনপির প্রয়াত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি
খুলনায় নতুন কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজ শেষের পথে
চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট
বিদেশি ট্রাক চালকদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
নতুনভাবে রাজনীতি ও সমাজ গড়বেন তারেক রহমান : এ্যানি
১০