নাগরিকদের গ্রেফতার করায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:২০

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ ক’জন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে তেহরানে একজন ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান, সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

ইরনা বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, যুক্তরাজ্যে বেশ ক’জন ইরানি নাগরিকের গ্রেপ্তারে পর রোববার তেহরানে ব্রিটিশ চার্জ ি দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। এই গ্রেফতারকে ‘রাজনৈতিক  উদ্দেশ্য প্রণোদিত’ বলে অভিহিত করা হয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারকৃত তিন ইরানিকে শনিবার লন্ডনের একটি আদালতে হাজির করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নাম মোস্তফা সিপাহভান্দ (৩৯), ফরহাদ জাভেদি মানেশ (৪৪) এবং শাপুর কালেহালি খানী নূরী (৫৫) বলে শনাক্ত করা হয়। ৩ মে তাদের গ্রেফতার করা হয়। তারা সকলেই লন্ডনে বসবাস করেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা অনিয়মিত অভিবাসী। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ছোট নৌকা বা অন্য কোনও উপায়ে যুক্তরাজ্যে আসে।

যুক্তরাজ্য পুলিশ জানায়, কথিত গুপ্তচরবৃত্তির ঘটনাটি ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সংঘটিত হয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ৯ মে চতুর্থ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

৩ মে পৃথক তদন্তে আরো পাঁচ জন ইরানিকেও গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক চারজনকে পরে মুক্তি দেওয়া হয়েছে, তবে তদন্ত ‘সক্রিয় ও চলমান’ রয়েছে। 

পঞ্চম জনকে এর আগে মে মাসে জামিন দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০