নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:৫০

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : সম্প্রতি নতুন যৌন কেলেঙ্কারির মুখে পড়া হলিউড অভিনেতা কেভিন স্পেসিকে কানে চলচ্চিত্র উৎসবের ফাঁকে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার দিচ্ছে একটি দাতব্য সংস্থা।

কান থেকে এএফপি জানায়, বেটার ওয়ার্ল্ড ফান্ড নামের সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার অনুষ্ঠেয় গালায় স্পেসিকে তার ‘দশকের পর দশকব্যাপী শৈল্পিক কৃতিত্বের জন্য’ এই স্বীকৃতি দেওয়া হবে। কেলেঙ্কারিতে জর্জরিত এই অভিনেতার পুনর্বাসনের বিতর্কিত ধারাবাহিকতায় এটি নতুন এক ধাপ।

সংস্থাটি এএফপিকে সোমবার জানিয়েছে, আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার কারণেই তাকে কানে আমন্ত্রণ জানানো হয়েছে।

২০১৬ সালের পর এই প্রথম কানের রেড কার্পেটে দেখা যেতে পারে স্পেসিকে। অথচ মূল উৎসবে এখন যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতার নীতি’ জোরালোভাবে কার্যকর হচ্ছে, যা আইনপ্রণেতা ও #মিটু আন্দোলনের চাপে বাস্তবায়িত হয়েছে।

মৌন অভিযোগের দীর্ঘ ছায়া

২০২৩ সালে যুক্তরাজ্যে স্পেসির বিরুদ্ধে আনা নয়টি যৌন অপরাধের অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। আর ২০২২ সালে নিউইয়র্কের একটি আদালত ৪ কোটি ডলারের একটি বেসামরিক যৌন হয়রানির মামলাও খারিজ করে দেয়।

তবে গত বছরের মে মাসে ‘স্পেসি আনমাস্কড’ নামের এক ব্রিটিশ প্রামাণ্যচিত্রে আরও ১০ জন ব্যক্তি তার বিরুদ্ধে অনুচিত আচরণের অভিযোগ তোলেন। যদিও তারা কেউই পূর্বের আদালত মামলার অংশ ছিলেন না। ৬৫ বছর বয়সী স্পেসি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রাক্তন অভিনেতা রুয়ারি ক্যানন স্পেসি ও লন্ডনের ওল্ড ভিক থিয়েটারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন। ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওল্ড ভিক-এ স্পেসি ছিলেন আর্টিস্টিক ডিরেক্টর। ক্যাননের দাবি, ২১ বছর বয়সে তিনি স্পেসির অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হন।

কানে #মিটু নীতির বাস্তবায়ন

এক সময় কুখ্যাত প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনের বিচরণক্ষেত্র ছিল কান। তার গ্রেপ্তারের পরই #গবঞড়ড় আন্দোলনের সূত্রপাত হয়। কিন্তু কানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, তারা সেলিব্রিটি নির্যাতনকারীদের ব্যাপারে নরম মনোভাব নেয়।

এই বছর কানের উদ্বোধন হয় ঠিক এমন এক সময়, যখন ফরাসি কিংবদন্তি অভিনেতা জেরার দেপারদিয়ু ২০২১ সালে দুই নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনায় ১৮ মাসের স্থগিত দণ্ড পেয়েছেন।

এবারের বিচারকমণ্ডলীর সভাপতি জুলিয়েত বিনোশ নিজেও সেটে যৌন হয়রানির অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। এছাড়া ফরাসি অভিনেতা থিও নাভারো-মুসি, যিনি তিন নারীর ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন, তাকে উৎসবের প্রতিযোগিতায় থাকা ‘দসিয়ের ১৩৭’ ছবির প্রিমিয়ার থেকে সরিয়ে দেওয়া হয়।

পাশাপাশি বৃহস্পতিবার, কানের সমান্তরাল অংশ এসিড-এর একজন সহসভাপতিকেও এক অনুষ্ঠানে যৌন সহিংসতার অভিযোগ ওঠার পর বরখাস্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
১০