শান্তিচুক্তির জন্য 'মেমোরান্ডাম' প্রস্তুতে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ০৯:৫৯

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মস্কো ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির প্রাথমিক কাঠামো নির্ধারণে ‘মেমোরান্ডাম’ তৈরির প্রস্তাব দেবে এবং এ নিয়ে তারা কিয়েভের সঙ্গে কাজ করতেও প্রস্তুত।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময়ব্যাপী এক টেলিফোন আলাপের পর পুতিন এই ঘোষণা দেন।

পুতিন বলেন, 'রাশিয়া একটি সম্ভাব্য ভবিষ্যৎ শান্তিচুক্তি সংক্রান্ত মেমোরান্ডাম প্রস্তাব করবে এবং তা নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এতে সমঝোতার ভিত্তি, সময়সূচি এবং প্রয়োজনে একটি নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।'

তিনি আরও বলেন, ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক আলোচনা বিশ্বকে সঠিক পথে নিয়ে যাচ্ছে।'

এছাড়া পুতিন ট্রাম্পকে ধন্যবাদ জানান, কারণ তার উদ্যোগেই তিন বছরের বেশি সময় পর কিয়েভ ও মস্কোর মধ্যে সরাসরি সংলাপের পথ খুলেছে।

পুতিন বলেন, 'এই যোগাযোগ আবার শুরু হওয়ায় আমাদের আশা জাগছে যে আমরা সঠিক পথে এগোচ্ছি।'

তিনি বলেন, শান্তির পথ পেতে উভয় পক্ষকেই সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে এবং এমন সমঝোতা খুঁজে বের করতে হবে যা সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে তিনি ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলেও উল্লেখ করেন।

এদিকে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরেই রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছে, যদিও মস্কো এতদিন তা নাকচ করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাইতে পুরোদমে অটোমেশনে যাচ্ছে ভূমি ব্যবস্থাপনা, মিলবে ১৭ ধরনের সেবা
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০৫ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর আশিকের সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী 
বিশ্ব পরিমাপ দিবস পালিত
চাঁদপুরে হেলমেট না থাকায় ১২ মোটরসাইকেল চালককে জরিমানা 
বিমান বাহিনীর পেনশনারদের জন্য ওয়েব পোর্টাল ‘পেনশনার সল্যুশন’ উদ্বোধন
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধের বিচারের কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে: চিফ প্রসিকিউটর
ঢাকায় রুশ সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর আলোকচিত্র প্রদর্শনী শুরু
ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ
১০