ব্রুকলিন ব্রিজের সাথে সংঘর্ষকারী জাহাজের নাবিকরা মেক্সিকোতে ফিরেছেন

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:০৩

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : নিউ ইয়র্কের আইকনিক বা সুপরিচিত ব্রুকলিন ব্রিজের সাথে সংঘর্ষে বিধ্বস্ত মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা জাহাজের নাবিক সদস্যরা সোমবার মেক্সিকোতে ফিরেছেন। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। 

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত শনিবার  ব্রুকলিন ব্রিজের সাথে সংঘর্ষে দুই নাবিক নিহত এবং প্রায় ২০ জন আহত হন। সংঘর্ষে কুয়াউহতেমোক নামের একটি নৌ-ক্যাডেট প্রশিক্ষণ জাহাজের মাস্তুল ভেঙে যায়। 

নৌবাহিনী জানিয়েছে, ১৭২ জন ক্যাডেট, বেশ কয়েকজন কর্মকর্তা এবং একজন ক্যাপ্টেন মেক্সিকোতে ফিরেছেন।

এতে বলা হয়েছে, ‘নিউ ইয়র্কে থাকা দুই ক্যাডেটকে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

দুর্ঘটনার সময় জাহাজে অসংখ্য নাবিক অবস্থান করছিলেন। 

মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, ‘এটি যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি মানুষের ত্রুটি ছিল’ নৌবাহিনী কারণ তদন্ত করছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারাও সংঘর্ষের কারণ তদন্ত করছে। 

এনটিএসবি সদস্য মাইকেল গ্রাহাম এক সংবাদ সম্মেলনে বলেন, আশা করা হচ্ছে ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন পাওয়া যাবে। তিনি আরো বলেন, পূর্ণাঙ্গ তদন্তে সাধারণত এক থেকে দুই বছরের মতো সময় লাগে।

তিনি বলেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার সূচনা। তদন্তকারীরা জাহাজে কাজ করার জন্য নিউ ইয়র্কে থাকা ক্রু সদস্যদের সাথে কথা বলার আশা করেছিলেন।

গ্রাহাম বলেন, তদন্ত দেখা গেছে, ‘সেতুর ভারবহনকারী উপাদানগুলোর কোনও উল্লেখযোগ্য কাঠামোগত ক্ষতি হয়নি’।

এক বছরেরও কম সময়ের মধ্যে এটি ছিল মার্কিন সেতুর সাথে দ্বিতীয় মারাত্মক জাহাজ সংঘর্ষ। 

গত ২০২৪ সালের মার্চ মাসে, বাল্টিমোরে একটি পণ্যবাহী জাহাজ একটি প্রধান সেতুতে ধাক্কা লাগে, যার ফলে সেতুটি ভেঙে পড়ে এবং ছয়জন সড়ক শ্রমিক নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা
চিলির অ্যান্টার্কটিকায় ৭.৫ মাত্রার ভূমিকম্প
১০