ভারতের বেঙ্গালুরুতে মুষলধারে বৃষ্টিপাতে এক নারীর প্রাণহানি

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৩:২৪

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) :  ভারতের প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুর কিছু এলাকায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে  অন্তত এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বেঙ্গালুরু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত দক্ষিণাঞ্চলীয় এই শহরটির দ্রুত বর্ধনশীলতার কারণে মুষলধারে বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে পানি থই থই করছে। শহরের বড় বড় রাস্তাও পানির নিচে। পানি বের হবার অনেক পথ ডুবে যাওয়ায় প্রতি বছর ভারী বৃষ্টিপাতের সময় জলাবদ্ধতা দেখা দেয়।

কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সোমবার রাতে বলেন, পানির ড্রেনগুলো অগভীর এবং ছোট, এবং সেগুলো পলি দিয়ে ভরা।

তিনি আরো বলেন, ড্রেনগুলো পরিষ্কার করার জন্য পৌর কর্পোরেশনকে একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং কাজ এখনও চলছে। 

সিদ্দারামাইয়া বলেন, রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ‘এক নারীর প্রাণহানি দুঃখজনক‘। বেঙ্গালুরুতে ১ কোটিরও বেশি লোক বাস করে।

মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্র জানিয়েছে, কমপক্ষে তিনজন মারা গেছে।

প্রতি বছর বর্ষা মৌসুমে ভারত মুষলধারে বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কবলে পড়ে এবং বিশেষজ্ঞরা বলেছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে এইসব ঘটনার ঘনত্ব এবং তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠি ডিসির কারাগার পরিদর্শন, হাজতিদের দিলেন বই ‎
নাটোরে ‘সাপ ও সর্পদংশন, প্রতিরোধ ও চিকিৎসা’  শীর্ষক প্রশিক্ষণ 
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
১০