ইসরাইলকে ‘ত্যাগ’ করার হুমকি ট্রাম্পের : ওয়াশিংটন পোস্ট

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৪:৩৭

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : গাজায় ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিতে ইসরাইলি হামলা জোরদার করার পর যুক্তরাষ্ট্রসহ তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারে বলে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রভাবশালী এক কর্মকর্তা।

এই বিষয়ে প্রতিবেদনে আরো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না।

আলোচনার সাথে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ‘ট্রাম্পের প্রতিনিধিরা ইসরাইলকে জানিয়েছেন, ‘যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরাইলকে পরিত্যাগ করবে।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট আরো বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধের অবসান হোক।’ 

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় নেতানিয়াহুর সাথে দেখা না করা নিয়ে ট্রাম্প প্রশাসনের চাপের বিষয়ে এই প্রতিবেদন প্রকাশিত হয়।

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলোর নেতাদের সাথে তার সফরের সময় ট্রাম্প বলেছিলেন, গাজায় ‘অনেক মানুষ অনাহারে’ রয়েছে।

এদিকে, সোমবার ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার নেতারাও গাজায় ইসরাইলের ‘জঘন্য কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক আক্রমণ বন্ধ না করলে যৌথ পদক্ষেপের হুমকি দিয়েছেন।

অন্যদিকে, ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের পাল্টা জবাব দিয়েছে। যেখানে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দেয়া হয়েছে। তিনি বলেছেন, উভয়পক্ষের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ‘আমরা ইসরাইলকে পরিত্যাগ করব এই ধারণাটি হাস্যকর।’

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই দাবি উড়িয়ে দিয়ে ওয়াইনেট নিউজকে বলেন, ‘তাদের প্রতিবেদন অর্থহীন। প্রেসিডেন্ট যা বলছেন তাদের তা শুনতে হবে। কিছু অজ্ঞাত উৎস থেকে নয় যারা সবকিছু জানার ভান করে।’

এর আগে এক ভিডিও বার্তায় গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ‘সাপ ও সর্পদংশন, প্রতিরোধ ও চিকিৎসা’  শীর্ষক প্রশিক্ষণ 
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা
১০