মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৭

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৪:৪৯

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ গুয়ানাজুয়াতো রাজ্যের সান ফেলিপ শহরের একটি প্লাজায় বন্দুকধারীরা নাবালকসহ সাতজনকে গুলি করে হত্যা করেছে। ক্যাথলিক চার্চ মাদক চোরাকারবারীদের মধ্যে সহিংসতার এ ঘটনাকে  নিন্দা জানিয়েছে। 

মেক্সিকোর সেলায়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর ২টার দিকে গুয়ানাজুয়াতো রাজ্যের সান ফেলিপ শহরের একটি প্লাজায়  বন্দুকধারীরা এই হামলার চালায়। গুলিবর্ষণের খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ সাতজনের মৃতদেহ এবং একটি ক্ষতিগ্রস্ত ভ্যান উদ্ধার করে। 

বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা দুটি ব্যানারও খুঁজে পেয়েছেন যেখানে সান্তা রোজা ডি লিমা গ্যাংয়ের দিকে ইঙ্গিত করা বার্তা রয়েছে, যারা এই অঞ্চলে কাজ করে।

গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের আবাসস্থল। তবে সরকারী হত্যার পরিসংখ্যান অনুসারে এটি মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ রাজ্যও।

এই সহিংস অপরাধের সাথে সান্তা রোজা ডি লিমা গ্যাং এবং ল্যাটিন আমেরিকার দেশটির অন্যতম শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক রয়েছে।

সোমবার ক্যাথলিক চার্চের মেক্সিকান নেতারা এই গুলিবর্ষণের নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘সামাজিক কাঠামোর দুর্বলতা, দায়মুক্তি এবং দেশের বিশাল অঞ্চলে শান্তির অনুপস্থিতির একটি উদ্বেগজনক লক্ষণ’ বলে অভিহিত করেছেন।

গত ২০০৬ সালে সেনাবাহিনী মাদকবিরোধী অভিযান শুরু করে। তখন থেকে মেক্সিকোতে প্রায় ৪ লাখ ৮০ হাজার সহিংস মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা
চিলির অ্যান্টার্কটিকায় ৭.৫ মাত্রার ভূমিকম্প
১০