মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৭

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৪:৪৯

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ গুয়ানাজুয়াতো রাজ্যের সান ফেলিপ শহরের একটি প্লাজায় বন্দুকধারীরা নাবালকসহ সাতজনকে গুলি করে হত্যা করেছে। ক্যাথলিক চার্চ মাদক চোরাকারবারীদের মধ্যে সহিংসতার এ ঘটনাকে  নিন্দা জানিয়েছে। 

মেক্সিকোর সেলায়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর ২টার দিকে গুয়ানাজুয়াতো রাজ্যের সান ফেলিপ শহরের একটি প্লাজায়  বন্দুকধারীরা এই হামলার চালায়। গুলিবর্ষণের খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ সাতজনের মৃতদেহ এবং একটি ক্ষতিগ্রস্ত ভ্যান উদ্ধার করে। 

বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা দুটি ব্যানারও খুঁজে পেয়েছেন যেখানে সান্তা রোজা ডি লিমা গ্যাংয়ের দিকে ইঙ্গিত করা বার্তা রয়েছে, যারা এই অঞ্চলে কাজ করে।

গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের আবাসস্থল। তবে সরকারী হত্যার পরিসংখ্যান অনুসারে এটি মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ রাজ্যও।

এই সহিংস অপরাধের সাথে সান্তা রোজা ডি লিমা গ্যাং এবং ল্যাটিন আমেরিকার দেশটির অন্যতম শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক রয়েছে।

সোমবার ক্যাথলিক চার্চের মেক্সিকান নেতারা এই গুলিবর্ষণের নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘সামাজিক কাঠামোর দুর্বলতা, দায়মুক্তি এবং দেশের বিশাল অঞ্চলে শান্তির অনুপস্থিতির একটি উদ্বেগজনক লক্ষণ’ বলে অভিহিত করেছেন।

গত ২০০৬ সালে সেনাবাহিনী মাদকবিরোধী অভিযান শুরু করে। তখন থেকে মেক্সিকোতে প্রায় ৪ লাখ ৮০ হাজার সহিংস মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
১০