কেনেডি সেন্টারের সাবেক নেতৃত্বের তীব্র সমালোচনা ট্রাম্পের

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:২০

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটনের খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের সাবেক পরিচালনা পর্ষদের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠানটি “রাজনৈতিক প্রপাগান্ডা ও অপ্রাসঙ্গিক অনুষ্ঠান”এর আস্তানায় পরিণত হয়েছিল। মঙ্গলবার ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসে কেনেডি সেন্টারের নতুন বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময়ে ট্রাম্প বলেন, “গত ১০ বছরে অনেক টাকা খরচ হলেও সেন্টারের ভবনের অবস্থা ছিল জরাজীর্ণ।”

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর, কেনেডি সেন্টারের পরিচালনা বোর্ডের একাধিক সদস্যকে বরখাস্ত করেন ট্রাম্প। এরপর ফেব্রুয়ারিতে নতুন বোর্ড তাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে।

এই রদবদলের পরপরই জনপ্রিয় টেলিভিশন প্রযোজক শন্ডা রাইমস এবং সংগীতশিল্পী বেন ফল্ডসসহ অনেকে পদত্যাগ করেন।

এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটিতে প্রথমবারের মত কোনো মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে।

ট্রাম্প আরো বলেন, ‘কদিকে ভবনটি প্রায় ভেঙে পড়ছিল। অন্যদিকে সেখানে আয়োজিত অনুষ্ঠানগুলোও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল।’ এসময় এলজিবিটিকিউ বিষয়ক অনুষ্ঠান নিয়েও সমালোচনা করেন তিনি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০