কেনেডি সেন্টারের সাবেক নেতৃত্বের তীব্র সমালোচনা ট্রাম্পের

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:২০

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটনের খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের সাবেক পরিচালনা পর্ষদের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠানটি “রাজনৈতিক প্রপাগান্ডা ও অপ্রাসঙ্গিক অনুষ্ঠান”এর আস্তানায় পরিণত হয়েছিল। মঙ্গলবার ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসে কেনেডি সেন্টারের নতুন বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময়ে ট্রাম্প বলেন, “গত ১০ বছরে অনেক টাকা খরচ হলেও সেন্টারের ভবনের অবস্থা ছিল জরাজীর্ণ।”

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর, কেনেডি সেন্টারের পরিচালনা বোর্ডের একাধিক সদস্যকে বরখাস্ত করেন ট্রাম্প। এরপর ফেব্রুয়ারিতে নতুন বোর্ড তাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে।

এই রদবদলের পরপরই জনপ্রিয় টেলিভিশন প্রযোজক শন্ডা রাইমস এবং সংগীতশিল্পী বেন ফল্ডসসহ অনেকে পদত্যাগ করেন।

এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটিতে প্রথমবারের মত কোনো মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে।

ট্রাম্প আরো বলেন, ‘কদিকে ভবনটি প্রায় ভেঙে পড়ছিল। অন্যদিকে সেখানে আয়োজিত অনুষ্ঠানগুলোও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল।’ এসময় এলজিবিটিকিউ বিষয়ক অনুষ্ঠান নিয়েও সমালোচনা করেন তিনি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা
চিলির অ্যান্টার্কটিকায় ৭.৫ মাত্রার ভূমিকম্প
১০