ট্রাম্প পুতিনকে কোনো 'ছাড়' দেননি: রুবিও

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৩৪

ঢাকা, ২১ মে, ২০২৫ (এএফপি): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে কোনও প্রকার  ছাড় দেননি। তিনি সিনেটের শুনানিতে প্রশাসনের ইউক্রেন নীতির সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। 

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রুবিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জিন শাহীনের এক প্রশ্নের জবাবে বলেন, ‘তিনি একেবারেই ছাড় পাননি।’

তিনি পাল্টা আক্রমণ করে বলেন যে, হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প পুতিনকে আলোচনা টেনে আনা এবং আরও অঞ্চল দখল করার জন্য নিরুৎসাহিত করেছেন।

২৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক বিপর্যয়কর বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট অতীতের মার্কিন সাহায্যের জন্য অকৃতজ্ঞতার প্রেক্ষিতে ইউক্রেনে মার্কিন সামরিক ও গোয়েন্দা সহায়তা সংক্ষিপ্তভাবে বন্ধ করে দেন।

তিনি বলেন, রাশিয়ার প্রতি চীনা সমর্থন এবং ‘যেহেতু  প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রভাব ছেড়ে দিয়েছেন, তাই পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ অনুভব করেন না।’

রুবিও বলেন, সোমবার পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। তিনি মঙ্গলবার বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেওয়া পদক্ষেপ অনুযায়ী রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে চান না।

রুবিও বলেন, বাস্তবে, ‘যদি এটা স্পষ্ট হয় যে রাশিয়ানরা শান্তি চুক্তিতে আগ্রহী নয় এবং তারা কেবল যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে পরিস্থিতি সেই পর্যায়ে যেতে পারে।’

রুবিও বলেন, ট্রাম্প ‘বিশ্বাস করেন যে এখনই, যদি নিষেধাজ্ঞার হুমকি দেওয়া শুরু করেন, তাহলে রাশিয়ানরা কথা বলা বন্ধ করে দেবে। তাদের সাথে কথা বলতে এবং তাদের আলোচনার টেবিলে আনতে আমাদের সক্ষম থাকার গুরুত্ব আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০