যুক্তরাষ্ট্রে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ইনজেকশন দিয়ে খুনির মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১১:০২

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক দোকানের কর্মীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী ইনজেকশন পুশ করে মঙ্গলবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যকর হওয়া তিনটি মৃত্যুদণ্ডের মধ্যে এটি দ্বিতীয় মৃত্যুদণ্ড।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৪৯ বছর বয়সী ম্যাথিউ জনসনকে হান্টসভিলের টেক্সাস অঙ্গরাজ্যে পেনিটেনশিয়ারিতে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং মৃত তাকে ঘোষণা করা হয়।

জনসনকে ২০১২ সালে ৭৬ বছর বয়সী বৃদ্ধা ন্যান্সি হ্যারিসকে হত্যার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

টেক্সাসের গারল্যান্ডে ভোরে একটি দোকানে ডাকাতির সময় ভুক্তভোগী হ্যারিসের ওপর হালকা জ্বালানি ঢেলে তাকে আগুন ধরিয়ে দেওয়ার কথা তিনি আদালতে স্বীকার করেছেন।

হ্যারিসের শরীর আগুনে পুড়ে যায় এবং তার মৃত্যু হয়।

তিনি তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং ভুক্তভোগীর পরিবারের কাছেও ক্ষমা চেয়ে চেয়েছিলেন। সেই সাথে তাদের তিন মেয়ের কাছেও ক্ষমা চেয়েছিলেন।

সে তার পরিবারকে বলেন, ‘আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমার অনেক ভুল সিদ্ধান্ত আছে এবং এখন তার পরিণতি ভোগ করছি।’

২০০৯ সালের পর মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইন্ডিয়ানা তাদের দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকর করার কয়েক ঘন্টা পরে জনসনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। 

ইন্ডিয়ানা সংশোধন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ২০০০ সালে কর্মকর্তা বিল টনিকে হত্যার জন্য মিশিগান সিটির ইন্ডিয়ানা রাজ্য কারাগারে ৪৫ বছর বয়সী বেঞ্জামিন রিচিকে রাতারাতি প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 

দুই সন্তানের জনক টনিকে বিচ গ্রোভ শহরের একটি পেট্রোল পাম্প থেকে রিচি এবং অন্য একজনের চুরি করা একটি ভ্যানের পিছনে ধাওয়া করার পর গুলি করে হত্যা করা হয়।

এই সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় টেনেসি রাজ্যে আরেকটি মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে।

গত ১৯৮৯ সালে তার বিচ্ছিন্ন স্ত্রী জুডি স্মিথ এবং তার দুই ছেলে চ্যাড এবং জেসন বার্নেটকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যার জন্য ৭৫ বছর বয়সী অস্কার স্মিথকে বৃহস্পতিবার প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা  হবে।

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার মধ্যে ১৪টি প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে, দুটি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এবং দুটি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। তিনটি রাজ্য ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং পেনসিলভানিয়া মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
১০