গাজায় জরুরি ত্রাণ পাঠাতে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চুক্তি

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৩:৪৫

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : গাজা উপত্যকায় জরুরি মানবিক ত্রাণ সরবরাহের লক্ষ্যে ইসরাইলের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে দুবাই থেকে এএফপি এ খবর জানিয়েছে।

চলমান অবরোধে গাজায় ভয়াবহ খাদ্য ও ওষুধের সংকট দেখা দেওয়ায় ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ ব্যাপকভাবে বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানায়, ২ মার্চ থেকে তেল আবিবের জারি করা পূর্ণ অবরোধের ফলে অঞ্চলটিতে মানবিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়েছে।

এদিকে, ইসরাইল জানিয়েছে, মঙ্গলবার তারা ৯৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে। 

তবে জাতিসংঘের তথ্যমতে, ওই ত্রাণ মূলত আটকে আছে এবং এখনো বিতরণ শুরু হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ এবং ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআরের মধ্যে ফোনালাপের মাধ্যমে এই সমঝোতায় পৌঁছানো হয় বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা ডব্লিউএএম।

বিবৃতিতে আরো বলা হয়, "এই ত্রাণ উদ্যোগে প্রাথমিক পর্যায়ে গাজার প্রায় ১৫ হাজার বাসিন্দার খাদ্য চাহিদা পূরণ করবে।"

এ ছাড়াও গাজা উপত্যকায় অবস্থিত বেকারিগুলোর জন্য প্রয়োজনীয় মালামাল এবং শিশুদের যত্নে জরুরি সহায়তা সামগ্রী সরবরাহ করা হবে। পাশপাশি নাগরিকদের নিয়মিত চাহিদা পূরণের জন্য নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে আমিরাত।

এর আগে চলতি সপ্তাহেই গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. মঈন খান
গণমাধ্যম সঠিক ভূমিকা না রাখায় ফ্যাসিস্ট তৈরি হয়েছিল: সেমিনারে বক্তারা
ঈদযাত্রা যানজটমুক্ত করতে পশুবাহী গাড়ি মহাসড়কের বাম পাশ দিয়ে চলবে
তিন দশকেও আলোর মুখ দেখেনি খান জাহান আলী বিমানবন্দর
শহীদ আরমান মোল্লার পরিবারে অনুদানের টাকা প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি
আদর্শ পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে: দুদু
মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জায়গা উদ্ধার
সমর্থকরা পছন্দ করেন না এমন ব্যক্তিকে দলে নেওয়া ঠিক হবে না: নজরুল ইসলাম খান
১০