রাশিয়ার হামলায় ইউক্রেনের সামরিক স্থাপনায় নিহত ৬

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৩:৫৪

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি সামরিক প্রশিক্ষণ স্থাপনায় রাশিয়ার হামলায় ছয় সেনা সদস্য নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার  ইউক্রেনের সশস্ত্র বাহিনী  এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের সুমি সীমান্ত অঞ্চল থেকে কিয়েভের সৈন্যরা গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড় ধরনের আন্তঃসীমান্ত আক্রমণ শুরু করেছিল। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো তাদের অঞ্চল পুনরুদ্ধার করার পর তীব্র আক্রমণের শিকার হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘একটি সামরিক শুটিং রেঞ্জে অনুশীলন করার সময় হামলার ফলে ছয়জন সৈন্য নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছে’।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে, তারা ওই স্থানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

রাশিয়া একটি ফুটেজও প্রকাশ করেছে, ফুটেজে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে।

আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সামরিক ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
১০