রাশিয়ার হামলায় ইউক্রেনের সামরিক স্থাপনায় নিহত ৬

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৩:৫৪

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি সামরিক প্রশিক্ষণ স্থাপনায় রাশিয়ার হামলায় ছয় সেনা সদস্য নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার  ইউক্রেনের সশস্ত্র বাহিনী  এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের সুমি সীমান্ত অঞ্চল থেকে কিয়েভের সৈন্যরা গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড় ধরনের আন্তঃসীমান্ত আক্রমণ শুরু করেছিল। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো তাদের অঞ্চল পুনরুদ্ধার করার পর তীব্র আক্রমণের শিকার হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘একটি সামরিক শুটিং রেঞ্জে অনুশীলন করার সময় হামলার ফলে ছয়জন সৈন্য নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছে’।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে, তারা ওই স্থানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

রাশিয়া একটি ফুটেজও প্রকাশ করেছে, ফুটেজে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে।

আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সামরিক ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১ হাজার ৬শ' কোটি টাকা আত্নসাতের অভিযোগে এলজিইডিতে দুদকের অভিযান
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন
কৃষির জন্য নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা : কৃষি সচিব
ডিসির স্বাক্ষর জাল : কক্সবাজারে ভুয়া সাংবাদিক আটক
নেতানিয়াহু ইসরাইলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে 
ঈদের দিন ছাড়া ছুটির দিনগুলোতে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে
রংপুরে  জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ
কুমিল্লায় ৮৫,৬৬,০০০ টাকার ভারতীয় বাজি আটক
৫টি সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে ২৪১.৩০ মিলিয়ন ডলার দেবে আইডিবি 
২৮ মে চীনে আম রপ্তানি শুরু
১০