জি৭ অর্থ আলোচনায় ইউক্রেনের সাথে 'জোরালো বার্তা' পাঠানোর চেষ্টা করেছে কানাডা

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৪:০১

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : জি৭ অর্থ সংক্রান্ত নেতৃৃবৃন্দের সমাবেশের শুরুতে মঙ্গলবার একজন ইউক্রেনীয় মন্ত্রীর উপস্থিতির মাধ্যমে কানাডা একটি দৃঢ় বার্তা পাঠানোর চেষ্টা করেছে। এমন এক সময় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেনে যুদ্ধ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক অস্থিরতা শীর্ষে অবস্থান করছে।

ব্যানফ  থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার পর্যন্ত চলমান বৈঠকে, নেতারা বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেন সম্পর্কে একটি সাধারণ অবস্থান খোঁজার চেষ্টা করবেন।

কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনের অর্থমন্ত্রী সের্গেই মার্চেঙ্কোর উপস্থিতি ‘বিশ্বের কাছে একটি জোরালো বার্তা পাঠায়’ যে সদস্যরা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে দেশটিকে সমর্থন করার জন্য পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে।

মার্চেঙ্কোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা পুনর্গঠনের ক্ষেত্রে কী করতে যাচ্ছি তা নিয়েও কথা বলতে যাচ্ছি।’

ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর উদার গণতন্ত্র ও প্রতিনিধিত্বমূলক সরকারের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত জি৭-এর মধ্যে ইউক্রেনের প্রতি অনিশ্চিত দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার প্রেক্ষাপটে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান জি৭ শীর্ষ সম্মেলনে একত্রিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়ার সাথে যোগাযোগ করা এবং মিত্র ও প্রতিযোগী উভয়ের ওপর শুল্ক আরোপ করায় দেশগুলো বর্তমানে বিব্রত রয়েছে।

তবে শ্যাম্পেন এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, বাণিজ্য অস্থিরতা সত্ত্বেও তিনি বৈঠকটি নিয়ে সতর্কতার সাথে আশাবাদী। তিনি জোর দেন যে বাণিজ্য নিয়ম ‘ন্যায্য ও পূর্বাভাসযোগ্য’ হলে ‘সবাই জয়ী হয়’। তিনি আরো  বলেন, একটি অস্থির সময়ে কানাডা সদস্যদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।

মার্চেঙ্কো বলেন, তিনি বৈঠকের সময় রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার বিষয়ে ইউক্রেনের অবস্থান পুনর্ব্যক্ত করার চেষ্টা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা
চিলির অ্যান্টার্কটিকায় ৭.৫ মাত্রার ভূমিকম্প
১০