মাদাম তুসো জাদুঘরে প্রিন্সেস কেটের নতুন মোমের মূর্তি 

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৪:২৯

ঢাকা ২০ মে, ২০২৫ (বাসস) : লন্ডনের মাদাম তুসো জাদুঘরে নতুন করে স্থাপন করা হয়েছে প্রিন্সেস ক্যাথরিনের (কেট মিডলটন) মোমের মূর্তি। জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, “ভবিষ্যৎ রানি হিসেবে যাতে মানানসই দেখায়, সেভাবেই নতুন মূর্তিটি তৈরি করা হয়েছে।”

এটি রাখা হয়েছে তার স্বামী প্রিন্স উইলিয়ামের পাশেই। সেখানে আরো রয়েছেন রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামেলিয়া মূর্তিও।

মূর্তিতে কেটের পরনে রয়েছে ঝকঝকে গোলাপি রঙের একটি গাউন (জেনি প্যাকহ্যাম ডিজাইন), সিলভার রঙের জুতো ও নীল ফিতা, যা রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডারের প্রতীক। ২০২৩ সালের ডিসেম্বরে এক কূটনৈতিক অনুষ্ঠানে প্রিন্সেস এভাবেই সেজেছিলেন। সেটির অনুকরণেই পোশাকটি তৈরি।

মূর্তিটির মাথায় পড়ানো হয়েছে লাভারস নট টিয়ারার হুবহু কপি, যেটি একসময় প্রিন্সেস ডায়ানার মূর্তিতে ব্যবহৃত হয়েছিল।

জাদুঘরের ম্যানেজার স্টিভ ব্ল্যাকবার্ন বলেন, “আমরা এবার কেটের মূর্তিটি খুবই যত্নসহকারে তৈরি করেছি। তাঁর প্রতিকৃতিতে যেনো ভবিষ্যত রানির সম্মান ও গাম্ভীর্য প্রকাশ পায়, সেটি ফুটিয়ে তোলাই ছিল টিমের মূল উদ্দেশ্য।”

কেটের সাজে আরো যুক্ত করা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের  রয়্যাল ফ্যামিলি অর্ডার ও গ্রেভিল ডায়মন্ড চ্যান্ডেলিয়ার কানের দুলের প্রতিরূপ।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, প্রিন্স উইলিয়ামের মূর্তিতেও ‘আপগ্রেড’ আনা হয়েছে। তাকে পরানো হয়েছে কালো স্যুট, সাদা বো-টাই, গার্টার সম্মান ও সেনাবাহিনীর পদকের অনুকরণে তৈরি ব্যাজ।

মোমের নতুন মূর্তিটি এমন এক সময়ে স্থাপন করা হলো, যখন ৪৩ বছর বয়সী কেট মিডলটন ক্যান্সার চিকিৎসার পর সুস্থ হয়ে উঠছেন। ২০২৪ সালের মার্চে কেমোথেরাপি নেওয়ার কথা জানান প্রিন্সেস অব ওয়েলস। তার আগে রাজপ্রাসাদ থেকে জানানো হয়, রাজা তৃতীয় চার্লসও ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তাঁরও চিকিৎসা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
১০