ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : বুধবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি স্কুলবাসকে লক্ষ্য করে সন্দেহভাজন এক আত্মঘাতীর বোমা হামলায় চার শিশুসহ অন্তত ছয় জন নিহত হয়েছে।সরকার ভারতের বিরুদ্ধে এই হামলায় ‘মদদ দেওয়ার’ অভিযোগ করেছে।
বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় এই ঘটনায় বাস চালক ও তার সহকারীও নিহত হয়েছে। স্কুলবাসটি সেনা সদস্য ও বেসামরিক নাগরিকদের শিশুদের নিয়ে স্কুলে যাওয়ার পথে হামলা চালানো হয়। কোয়েটা থেকে এএফপি এই খবর জানায়।
কয়েক দশক ধরে চলা ভয়াবহ এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় দুই সপ্তাহ পর এই হামলা চালানো হলো। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনায় জড়িত জঙ্গিদের মদদ দেওয়ার জন্য চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে অভিযুক্ত করেছেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসীরা স্কুল বাসে নিষ্পাপ শিশুদের ওপর যে হামলা চালিয়েছে, তা তাদের শত্রুতার স্পষ্ট প্রমাণ।
এদিকে সনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এই হামলা ভারতের ‘পরিকল্পিত’।
পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দু’টি নিয়মিতভাবে একে অপরের বিরুদ্ধে সক্রিয়ভাবে জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন করার অভিযোগ করে আসছে।
এখনও কোনো গোষ্ঠী বুধবারের এই বোমা হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, এই হামলায় চার শিশু, বাস চালক ও তার সহকারী নিহত হয়েছেন। খুজদার জেলার স্থানীয় সিনিয়র সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দাস্তি এএফপি’কে বলেন, ‘এপিএস (আর্মি পাবলিক স্কুল)-এর শিশুদের বহনকারী একটি বাসে বোমা হামলা চালানো হয়েছে।’
তিনি আরো বলেছেন, ‘প্রাথমিক তদন্তে এটিকে একটি আত্মঘাতী বোমা হামলা বলেই ধারণা করা হচ্ছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপি’কে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এরআগে, সেনাবাহিনী গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিন শিশুসহ পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছে।বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হল এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী। সম্প্রতি অঞ্চলটিতে হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। বেশিরভাগই হামলাই নিরাপত্তা বাহিনী বা অঞ্চলের বাইরের লোকদের টার্গেট করে চালানো হয়েছে।