ভারতের মাওবাদী নেতা নাম্বালা কেশব রাও নিহত : স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৮:১৫

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : ভারতের কমান্ডো বাহিনী বুধবার দেশটির মাওবাদী বিদ্রোহীদের প্রধান নেতাকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘদিনের এই সংঘাতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, অমিত শাহ জানান, ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুরে চালানো অভিযানে নিরাপত্তাবাহিনী ২৭ জন ‘ভয়ঙ্কর’ মাওবাদীকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মাওইস্ট (সিপিআই-মাওইস্ট) দলের সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও, যার ছদ্মনাম বাসভারাজু। তিনি দলটির শীর্ষ নেতা এবং নকশাল আন্দোলনের ‘মূল ভরকেন্দ্র’ হিসেবে পরিচিত ছিলেন।

অমিত শাহ এক বিবৃতিতে বলেন, ‘আজ ছত্তিশগড়ের নারায়ণপুরে আমাদের নিরাপত্তাবাহিনী ২৭ জন ভয়ঙ্কর মাওবাদীকে নির্মূল করেছে, যাদের মধ্যে রয়েছেন সিপিআই-মাওইস্টের সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসভারাজু—যিনি ছিলেন সংগঠনের শীর্ষ নেতা এবং নকশাল আন্দোলনের মেরুদণ্ড।’

তিনি আরও বলেন, ‘ভারতের নকশালবিরোধী ত্রিশ বছরের অভিযানে এই প্রথম কোনও সাধারণ সম্পাদক পর্যায়ের নেতাকে আমাদের বাহিনী নির্মূল করল।’

১৯৬৭ সালে হিমালয়ের পাদদেশের এক গ্রামে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা-ই সময়ের সঙ্গে পরিণত হয় মাওবাদী সশস্ত্র বিদ্রোহে। এরপর থেকে এ পর্যন্ত ১২ হাজারের বেশি বিদ্রোহী, সেনা ও সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।

২০০০-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্রোহীরা দেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল, যাদের যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার।

‘আমি আমাদের সাহসী নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর এই বড় সাফল্যের জন্য অভিনন্দন জানাই,’ বলেন শাহ।

তিনি জানান, আরও বিস্তৃত অভিযানে ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৮৪ জন নকশাল আত্মসমর্পণ করেছে।

‘মোদি সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নকশালবাদ নির্মূল করতে বদ্ধপরিকর’, বলেন শাহ, তার আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
সংযুক্ত আরব আমিরাতকে ১৬৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. মঈন খান
গণমাধ্যম সঠিক ভূমিকা না রাখায় ফ্যাসিস্ট তৈরি হয়েছিল: সেমিনারে বক্তারা
ঈদযাত্রা যানজটমুক্ত করতে পশুবাহী গাড়ি মহাসড়কের বাম পাশ দিয়ে চলবে
১০