বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখক বানু মুশতাক

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২০:৩১
লেখক বানু মুশতাক ও অনুবাদক দিপা ভাস্তি। ছবি ও কোলাজ : সংগৃহীত

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : বিশ্ব সাহিত্যের অন্যতম সম্মানজনক ‘বুকার পুরস্কার’ জিতেছেন ভারতীয় লেখক বানু মুশতাক ও অনুবাদক দিপা ভাস্তি। গতকাল মঙ্গলবার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

কন্নড় ভাষায় রচিত ছোটগল্প গ্রন্থ হার্ট ল্যাম্প-এর জন্য বিশেষ এই সম্মাননায় ভূষিত হয়েছেন বানু মুশতাক। আর বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করে পুরস্কার জিতেছেন দিপা ভাস্তি। 

পিটিআই এই খবর জানায়।

দক্ষিণ ভারতে বসবাসরত মুসলিম নারীদের প্রাত্যহিক জীবন নিয়ে লেখা ১২টি ছোটগল্প সংকলিত হয়েছে বইটিতে। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে লেখা এসব গল্পে উঠে এসেছে দক্ষিণ ভারতের নারীদের পারিবারিক জীবনের নানা চিত্র ও সংগ্রাম।

পেশাগত জীবনে বানু মুশতাক একাধারে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও আইনজীবী। সেই সাথে কাজ করেন নারী অধিকার নিয়েও।

লন্ডনের টেট মডার্নে এক অনুষ্ঠানে পাঁচ সদস্যের ভোটিং প্যানেলের সভাপতি হিসেবে লেখক ম্যাক্স পোর্টার এই পুরস্কার ঘোষণা করেন। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো ছোটগল্পের সংকলনকে এই পুরস্কার দেয়া হলো।

ভাস্তি হলেন প্রথম ভারতীয় অনুবাদক - এবং নবম নারী অনুবাদক - যিনি এই পুরস্কার জিতেছেন। মুশতাক হলেন ষষ্ঠ নারী লেখক যিনি এই পুরস্কার অর্জন করেছেন।

কন্নড় মূলত দক্ষিণ ভারতের ভাষা। প্রায় সাড়ে ছয় কোটি মানুষ এই ভাষায় কথা বলে। লেখক পোর্টার বানু মুশতাকের ‘হার্ট ল্যাম্প’ ও এর অনুবাদের ভূয়সী প্রশংসা করেছেন।

পোর্টার বলেন, ‘এই সুন্দর, ব্যস্ত, জীবন-ঘনিষ্ঠ গল্পগুলো কন্নড় থেকে উদ্ভূত, অন্যান্য ভাষা ও উপভাষার অসাধারণ সামাজিক-রাজনৈতিক সমৃদ্ধির সাথে মিশে আছে। এটি নারীর জীবন, প্রজনন অধিকার, বিশ্বাস, বর্ণ, ক্ষমতা ও নিপীড়নের কথা বলে।’

বইটি অন্য পাঁচজন চূড়ান্ত প্রতিযোগীকে ছাড়িয়ে গেছে পুরস্কার জিতেছে। এতে ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত লেখা ১২টি গল্প রয়েছে। অনুবাদক ভাস্তি সেগুলো নির্বাচন ও সম্পাদনা করেন, যিনি তার অনুবাদে দক্ষিণ ভারতের বহুভাষিক প্রকৃতি সংরক্ষণ করতে আগ্রহী ছিলেন।

পুরস্কারের ৫০ হাজার পাউন্ড বা ৬৬ হাজার ডলার লেখক বানু মুশতাক ও অনুবাদক দিপা ভাস্তির মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে। সেই সঙ্গে প্রত্যেককে একটি করে ট্রফিও দেয়া হবে। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার প্রতি বছর প্রদান করা হয়। এটি ইংরেজি ভাষার কথাসাহিত্যের জন্য বুকার পুরস্কারের পাশাপাশি দেয়া হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০