পিরোজপুরে নতুন ঘর পেয়ে আপ্লুত ওমর ফারুক

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:৫১
পিরোজপুর জেলা প্রশাসন ওমর ফারুককে নতুন একটি ঘর তৈরি করে দেয়। ছবি: বাসস

পিরোজপুর, ২২ আগস্ট ২০২৫ (বাসস): জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বাশরী গ্রামের হতদরিদ্র ওমর ফারুক। পলিথিনে মোড়ানো একটি ঝুপড়ি ঘরই ছিল তার মাথা গোঁজার ঠাঁই। এ দুরবস্থা দেখে এগিয়ে আসে পিরোজপুর জেলা প্রশাসন। তাকে তৈরি করে দেয়া হয় নতুন একটি ঘর।

জেলা প্রশাসনের দেওয়া নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওমর ফারুক। তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগে ঝড়-বৃষ্টি এলেই ঘর ভেঙে পড়ার আতঙ্কে থাকতে হতো। বাচ্চাদের নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে হতো। নতুন ঘর পাওয়ায় এখন আর সেই ভয় নেই। ঘরে ঠোকা প্রতিটি পেরেক আপনাদের জন্য দোয়া করবে।

বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ওমর ফারুকের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন  জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভুঁইয়া জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা।

এ সময় জেলা প্রশাসক বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক উদ্যোগ। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পর্যায়ক্রমে পিরোজপুর জেলার প্রতিটি উপজেলায় এ রকম গৃহহীন মানুষদের খুঁজে খুঁজে তাদের  নতুন ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, এসব ঘর গৃহহীনদের নিরাপত্তার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদাও ফিরিয়ে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠি ডিসির কারাগার পরিদর্শন, হাজতিদের দিলেন বই ‎
নাটোরে ‘সাপ ও সর্পদংশন, প্রতিরোধ ও চিকিৎসা’  শীর্ষক প্রশিক্ষণ 
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
১০