হাঙ্গেরির বিরুদ্ধে ইইউ অর্থায়ন পুরোপুরি বন্ধের আহ্বান ইউরোপীয় আইনপ্রণেতাদের

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:৪৫

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৬ জন আইনপ্রণেতা বুধবার এক যৌথ চিঠিতে হাঙ্গেরির জন্য বরাদ্দ সব ধরনের অর্থায়ন অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, দেশটি ইইউ আইনের পরিপন্থীভাবে গণতন্ত্রকে খর্ব করছে এবং নাগরিক স্বাধীনতা সীমিত করছে।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের নেতৃত্বে ‘হাঙ্গেরি’ ইতঃপূর্বেও শরণার্থীদের সঙ্গে আচরণ ও দুর্নীতির অভিযোগে ইইউর সঙ্গে বিরোধে জড়ায়, যার ফলে ইউরোপীয় ইউনিয়ন দেশটির জন্য বিলিয়ন ইউরো বরাদ্দ অর্থ ইতোমধ্যে বরফঘরে পাঠিয়েছে।

কিন্তু আইনপ্রণেতাদের দাবি, ‘হাঙ্গেরি’ ক্ষমতার অপব্যবহার বন্ধ না করে বরং ‘আরও ভয়াবহ পশ্চাদপসরণ’-এর পথে হাঁটছে। চিঠিতে সম্প্রতি বুদাপেস্টে এলজিবিটিকিউ প্রাইড মিছিল নিষিদ্ধ করতে প্রণীত আইন, বিচার বিভাগের স্বাধীনতা খর্ব এবং সরকারের সমালোচকদের দমন করার উদ্যোগের কথা তুলে ধরা হয়। 

চিঠিতে বলা হয়, ‘ইউরোপীয় মূল্যবোধ প্রকাশ্যে লঙ্ঘনকারী একটি দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থাকে অর্থায়ন করে যাওয়া গ্রহণযোগ্য নয়। আমরা তাই উপলব্ধ সব আইনি উপায়ে অবিলম্বে হাঙ্গেরির অর্থায়ন স্থগিতের আহ্বান জানাচ্ছি।’

সবুজ দলের নেতৃত্বে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন মধ্য-ডানপন্থী ইপিপি, মধ্যপন্থী রিনিউ এবং মধ্য-বামপন্থী এসঅ্যান্ডডি দলের সদস্যরাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
১০