ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : ব্রিটেনে বার্ষিক মুদ্রাস্ফীতির হার এপ্রিলে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে, কারণ জ্বালানি ও পানি বিল হঠাৎ করে বেড়ে গেছে। বুধবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) এ তথ্য জানিয়েছে।
লন্ডন থেকে এএফপি জানায়, পরিসংখ্যান অনুযায়ী, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত মাসে বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ শতাংশে, যা মার্চ মাসের ২.৬ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন যে, হারটি বাড়লেও ৩.৩ শতাংশে থাকবে।
৩.৫ শতাংশ হারে মুদ্রাস্ফীতি ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ, বলে জানিয়েছে ওএনএস।
ব্রিটেনের অর্থমন্ত্রী র্যাচেল রিভস বলেন, ‘আমি এই পরিসংখ্যানে হতাশ, কারণ আমি জানি, জীবিকার ব্যয় এখনো শ্রমজীবী মানুষের ওপর বোঝা হয়ে আছে।’
ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থাগুলো এপ্রিল থেকে বেসরকারি কোম্পানিগুলোর ঘরোয়া ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি) বাড়ানোর অনুমতি দেয়। এতে আন্তর্জাতিক তেলের বাজারের ওঠানামা এবং ঋণগ্রস্ত পানি সরবরাহ কোম্পানিগুলোর পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়।
ওএনএসুএর ভারপ্রাপ্ত মহাপরিচালক গ্রান্ট ফিটজনার বলেন, ‘‘ঘরোয়া ইউটিলিটি বিলের উল্লেখযোগ্য বৃদ্ধি মুদ্রাস্ফীতিকে তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে।’’
তিনি আরও বলেন, ‘গত বছরের এই সময়ের তুলনায় এবার গ্যাস ও বিদ্যুৎ বিল বেড়েছে, যেখানে আগের বছর এই সময় বিলের হার হঠাৎ করেই পড়ে গিয়েছিল।’
‘‘পানি ও পয়ঃনিষ্কাশন বিলেও বড় ধরনের বৃদ্ধি হয়েছে, সেই সঙ্গে গাড়ি নিবন্ধন শুল্কও বেড়েছে—যার সম্মিলিত প্রভাবে বার্ষিক মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে গত বছরের শুরু থেকে সর্বোচ্চ পর্যায়ে।’’
তবে বিশ্লেষকদের মতে, জুলাই মাস থেকে বিদ্যুৎ বিল কমতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের পর বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পেয়েছে।